গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা : অর্থ আত্মসাৎ

আগের সংবাদ

মন্ত্রী-এমপির হস্তক্ষেপে লাগাম

পরের সংবাদ

হাথুরু নিয়ে ধোঁয়াশা খোলাসা করলেন জালাল ইউনুস

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঈদের ছুটিতে গুঞ্জন রটেছিল জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় ফিরছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ বিষয়টি গুজব বলে জানায়। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে ২১ এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের কয়েকটি ম্যাচ দেখে চট্টগ্রামের ম্যাচ ভেন্যুতে যাবেন তারা। ২৬ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজের ক্যাম্প করার পরিকল্পনা কোচ হাথুরুসিংহের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে টি-২০ সিরিজ শুরু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বন্দরনগরীতে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে শেষ দুই ম্যাচ।
এ বিষয়গুলো নিশ্চিত থাকার পরও হাথুরুসিংহেকে নিয়ে গুঞ্জনের শেষ নেই বলে বিসিবির অভিযোগ। এই পরিস্থিতি তৈরির পেছনে কয়েকজন পরিচালক পরোক্ষ ইন্ধন জোগাতে পারেন বলে মনে করা হয়। কারণ কোচ হাথুরুসিংহে সরাসরি বিসিবি সভাপতির নির্দেশনা মতো কাজ করেন। ক্রিকেটারদের ছুটি দেয়া থেকে শুরু করে সহকর্মীদের ব্যাপারেও কোচ পরামর্শ করেন বোর্ড সভাপতির সঙ্গে।
এ নিয়ে হাথুরুসিংহের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলেও প্রকাশ্যে কেউই কথা বলেন না।
ঢাকায় কবে আসছেন হাথুরু, তাকে নিয়ে নতুন করে আর কোনো ধোঁয়াশা রয়েছে কি না। এবার সব খোলাসা করলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুর ফেরা নিয়ে বিসিবির এই পরিচালক বলেন, ‘আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই। ধোঁয়াশাটা কেন? ধোঁয়াশাটা আমাদের কাছে না। আমরা কি কোনো বিবৃতি দিয়েছি? ধোঁয়াশা কোথায়? এটা ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন। আমাদের কোনো ধোঁয়াশা নাই।’
হাথুরুসহ অন্য কোচিং স্টাফদের ঢাকা ফেরা নিয়ে জালাল বলেন, ‘আমাদের প্রধান কোচ আসবেন ২১ তারিখ রাত্রে বেলা, বেশিরভাগ কোচ ২২-২৩ তারিখের মধ্যে অ্যাভেইলেবল। ইতোমধ্যে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এখানে আছেন। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই চলে আসবেন। বাকি যারা আছে তারাও ২৩ এপ্রিলের আগে চলে আসবে।’
এদিকে গতকাল নতুন স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মুশতাক আহমেদ। তাকে নিয়ে জালাল বলেন, ‘মুশতাক আহমেদ থাকা অবস্থায় দেশের আনাচে-কানাচে যদি ভালো লেগ স্পিনার থাকে এবং যারা এক্সপোজার পায়নি, তাদের জন্য ট্যালেন্ট হান্ট (স্পিনার হান্ট) করতে পারি সেটা ক্রিকেটের জন্য ভালো হবে, লেগ স্পিনের ভবিষ্যতের জন্য ভালো হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়