বেড়ানোর বাহানায় ইয়াবা পাচার, গ্রেপ্তার দুই

আগের সংবাদ

মহাসড়ক যেন মরণফাঁদ

পরের সংবাদ

গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা : অর্থ আত্মসাৎ

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জালিয়াতির মাধ্যমে ১৪ জন গ্রাহকের ২ লাখ ৪৯ হাজার ৬১২ টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া শাখার ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক বিজন কুমার রায়। দুদকের জনসংযোগ শাখা মামলার বিষয়টি নিশ্চিত করেছে।
আসামিরা হলেন- ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার সজল কুমার মজুমদার, অফিসার অসীম বৈদ্য ও শেখ নাজমুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ১৪ জন সদস্যের ঋণ হিসাবে দেখানো ২ লাখ ৪৯ হাজার ৬১২ টাকা আত্মসাৎ করেছেন। যার মধ্যে ১৩ জন গ্রাহকের ২ লাখ ৪৯ হাজার ৬১২ টাকা ঋণ বিতরণ দেখিয়ে গ্রাহকদের স্বাক্ষর নিলেও সেই অর্থ পাননি গ্রাহকরা। অন্যদিকে একজন গ্রাহকের ঋণের ২০ হাজার টাকা আদায় করেও ব্যাংকে জমা দেননি আসামিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়