গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা : অর্থ আত্মসাৎ

আগের সংবাদ

মন্ত্রী-এমপির হস্তক্ষেপে লাগাম

পরের সংবাদ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতে নারাজ নারিন

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপের আয়োজক হিসেবে সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যেই গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া সুনীল নারিনকে দলে ফেরানোর চেষ্টায় অধিনায়ক রোবম্যান পাওয়েল। তবে তার অনুরোধে কান দিচ্ছে না আইপিএলে কলকাতার হয়ে দুর্দান্ত ব্যাটিং করা নারিন। ক্যারিবিয়ান অধিনায়ক পাওয়েল জানান যে, তারা নারিনকে ফেরাতে চান। তিনি নিজেও গত এক বছর ধরে নারিনকে বারবার বলেছেন। বাকিদের দিয়েও বলাচ্ছেন। কিন্তু তাদের ডাকে সাড়া দেননি নাছোড়বান্দা নারিন।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএলের চলতি মৌসুমে ব্যাট হাতে কলকাতার ব্যাটিংকেই বদলে দিয়েছেন নারিন। এবার কলকাতার সর্বোচ্চ ২৭৬ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে। স্ট্রাইকরেট ১৮৭.৭৫। ৩৫ বছর হয়ে যাওয়া নারিন অবসরের ঘোষণা দেন ২০২৩ সালে। সেটা করেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলার ৪ বছর পর। তারপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই ব্যস্ত থেকেছেন। এতদিন বোলার হিসেবে কার্যকরী দায়িত্ব পালন করা এই ব্যাটার কলকাতার হয়ে বিধ্বংসী ব্যাটিংয়েও অবদান রাখছেন। যার প্রমাণ মঙ্গলবারেই দেখা গেছে। দুই উইকেট নেয়ার পাশাপাশি ৫৬ বলে খেলেছেন ১০৯ রানের বিস্ফোরক ইনিংস। তার মধ্যে পাওয়েলের উইকেটও ছিল। যদিও শেষ পর্যন্ত তার এই ইনিংসেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কলকাতা।
২২৪ রানের লক্ষ্যে জস বাটলারের ব্যাটিংয়ে ভর করে অবিশ্বাস্য এক জয় নিয়ে রাজস্থান মাঠ ছেড়েছে। বাটলার ৬০ বলে ১০৭ রানে অপরাজিত ছিলেন। ওই ম্যাচের পর নারিনের ফেরা নিয়ে পাওয়েল বলেছেন, ‘গত ১২ মাস ধরে ওর কানে গুনগুন করে যাচ্ছি, যেন বিষয়টা বিবেচনা করে। কিন্তু সে তো কারো কথা শুনছে না।’ পাওয়েল আরো জানান, সিনিয়র খেলোয়াড়দেরও অনুরোধ করা হয়েছে নারিনকে এই ব্যাপারে মানাতে। তিনি জানান, ‘আশা করছি দল নির্বাচনের আগে তারা (সিনিয়র খেলোয়াড়রা) নারিনকে মানাতে পারবে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপটা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হওয়াতেই সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চায় পাওয়েলরা। একই দিন নারিনকেও অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। যে কন্ডিশন স্পিনারদের ভীষণভাবে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। ধোঁয়াশা রেখে ভবিষ্যৎ নিয়ে এই ক্যারিবিয়ান বলেছেন, ‘এখন পর্যন্ত যেটা চলমান সেটাই আছে। তবে দেখা যাক ভবিষ্যৎ কী লুকিয়ে রেখেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়