বেড়ানোর বাহানায় ইয়াবা পাচার, গ্রেপ্তার দুই

আগের সংবাদ

মহাসড়ক যেন মরণফাঁদ

পরের সংবাদ

রহমতগঞ্জের বাধা পেরিয়ে সেমিতে বসুন্ধরা

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে গতকাল রহমতগঞ্জ এমএফএসকে ২-০ গোলে হারিয়ে নিজেদের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। দ্য কিংসের হয়ে গতকাল গোল করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন উদোহ ও দেশের তরুণ মিডফিল্ডার সোহেল রানা। এর আগে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী ২৩ এপ্রিল সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও পুলিশ এফসি। এছাড়া সেমিতে যাওয়ার লড়াইয়ে মুখিয়ে আছে ঢাকা আবাহনী ও ফর্টিস। টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এছাড়া এবারের মৌসুমে রয়েছে দারুণ ফর্মে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরের সেরা দল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে সর্বোচ্চ ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কিংস। ফলে দেশের সর্বোচ্চ দুটি টুর্নামেন্টেই শিরোপা জয়ের হাতছানি কিংসের সামনে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গতকাল লড়াইটা ছিল বসুন্ধরা কিংসের শক্তিশালী আক্রমণভাগ বনাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির রক্ষণভাগের। পুরান ঢাকার দলটি বেশিক্ষণ পারল না রক্ষণের দৃঢ়তা ধরে রাখতে। সহজ জয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠল অস্কার ব্রুসনের দল। টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়নদের জয়ের ম্যাচে দুই গোলদাতা সোহেল রানা ও এমফন উদোহ। এদিকে বাংলাদেশের ফুটবলে রবিনিয়ো কেন সেরা আবারো প্রমাণ হলো। বসুন্ধরার দুটো গোল এসেছে সোহেল রানা ও এমফন উদোহর কাছ থেকে। তবে নেপথ্যে বড় ভূমিকা রবিনিয়োর। ব্রাজিলিয়ান তারকার দারুণ বানিয়ে দেয়া বলে কিংসের শেষ চার নিশ্চিত হয়েছে। ঈদুল ফিতরের বিরতির পর ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরল শীর্ষ পর্যায়ের ফুটবল। অবশ্য ঈদের আগেই শিরোপাধারী মোহামেডান নিশ্চিত করেছিল সেরা চারে খেলা। এবার করল কিংস। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ফর্টিস এফসি ও আবাহনীর মধ্যের আগামী ৩০ এপ্রিলে অনুষ্ঠেয় চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল। কিংসের আগ্রাসি আক্রমণভাগের সামনে রহমতগঞ্জের প্রতিরোধ টিকে ২৪তম মিনিট পর্যন্ত। রবসন দি সিলভা রবিনিয়ো বক্সে ঢুকে বুদ্ধিদ্বীপ্ত পাসে বক্সের প্রান্ত থেকে সোহেল রানা বাম পায়ের জোরালো শটে সে প্রতিরোধ ভাঙেন। গোলকিপার মামুন আলিফ ঝাঁপিয়েও পাননি বলের নাগাল। একটু পর এমফন উদোহর শট আটকে ব্যবধান বাড়তে দেননি আলিফ। বিরতির আগে সমতার স্বস্তি সঙ্গী হতে পারত ২০২১-২২ মৌসুমের রানার্সআপ রহমতগঞ্জের। কিন্তু ৪২তম মিনিটে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল মেনসা কনির বক্সে ঢুকে জোরালো শট সরাসরি আসায় আটকে দেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় কিংস। রবিনিয়োর থ্রæ পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে উদোহ আগুয়ান আলিফের মাথার উপর দিয়ে চিপ শটে বল জড়িয়ে দেন জালে। তাতে ম্যাচ হেলে পড়ে কিংসের দিকে। এরপর শুধু ঘড়ির কাঁটা ঘুরেছে। জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় ব্যবধান বাড়াতে মরিয়া ছিল না কিংস। অন্যদিকে রহমতগঞ্জও পারেনি অভাবনীয় কোনো চমক দেখাতে।
টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এছাড়া এবারের মৌসুমে দারুণ ফর্মে রয়েছে তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরের সেরা দল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে সর্বোচ্চ ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কিংস। ফলে দেশের সর্বোচ্চ দুটি টুর্নামেন্টেই শিরোপা জয়ের হাতছানি কিংসের সামনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চারবারের চ্যাম্পিয়ন কিংস। অন্যদিকে ইন্ডিপেন্ডেন্স কাপেও তিনবারের চ্যাম্পিয়ন তারা। ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দুটো শিরোপা হাতে উঠলে দেশের ফুটবলে কিংসের আধিপত্য বেড়ে যাবে কয়েকগুণ।
এবারের আসরে এখনো সবগুলো ম্যাচেই অপরাজিত ছিল তারা। কিংসের আগে শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার তাদের সঙ্গি হলো বসুন্ধরা কিংস। আগামী ২৩ এপ্রিল সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও পুলিশ এফসি। আর আগামী ৩০ এপ্রিল সেমিতে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে ঢাকা আবাহনী ও ফর্টিস।
সেমিফাইনালের দুটি ম্যাচ মাঠে গড়াবে আগামী ৭ মে ও ১৪ মে। আর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে আগামী ২১ মে।
এর আগে ২০১৯-২০ মৌসুমে ও ২০-২১ মৌসুমে টানা দুইবার শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। এছাড়া ২০১৮ সালে আবাহনী ঢাকার বিপক্ষে ৩-১ গোলে হেরে টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল কিংস। তবে টুর্নামেন্টের ইতিহাসে সেরা দল আবাহনী লিমিটেড। এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ মৌসুমে চ্যাম্পিয়ন ও ৮ মৌসুমের রানার্সআপ আকাশি-নীল জার্সিধারীরা। এছাড়া টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১১ বারের চ্যাম্পিয়ন ও ৪ বারের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়