বেড়ানোর বাহানায় ইয়াবা পাচার, গ্রেপ্তার দুই

আগের সংবাদ

মহাসড়ক যেন মরণফাঁদ

পরের সংবাদ

বিশ্বকাপ ও তামিম ইস্যুতে যা বললেন শান্ত

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন ভক্তরা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুব বেশি প্রত্যাশা করতে নিষেধ করেছেন। শান্তর এমন মন্তব্যের কারণ অবশ্যই বাস্তবিক। প্রতি বিশ্বকাপ ঘিরে স্বপ্নের জাল বোনা হয়। কিন্তু ২২ গজের লড়াইয়ে ক্রিকেটাররা হন ব্যর্থ। এই অবস্থায় নতুন অধিনায়ক কথা দিতে চান না। গতকাল শান্ত বলেন, ‘প্রত্যেক বিশ্বকাপের আগে দেখি অনেক প্রত্যাশা থাকে সবার। এটা করব, সেটা করব, অনেক কথাবার্তা হয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই প্রত্যাশা খুব বেশি রাখার দরকার নেই। শান্তর চাওয়া-প্রত্যাশা থাকুক মনে মনে, ‘প্রত্যাশা মনের ভেতরেই থাক। বাংলাদেশ দল কী চায় আপনারাও জানেন, আমরাও জানি। সবাই চায় আমরা অনেক বড় কিছু করি। কিন্তু এটা নিয়ে খুব বেশি মাতামাতি আমার ভালো লাগে না। আসলে দরকার নেই। ফলাফল হলে এমনিতেই বোঝা যাবে।’
শান্ত আরো বলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরাটার জন্য সবটুকুই দেবে তার দল। তিনি বলেন, ‘একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে, তারা প্রত্যেক ম্যাচ জেতার জন্য ১২০ ভাগ উজাড় করে দেবে। এই নিশ্চয়তা দিতে পারি। প্রতি বছরই অনেক আশা নিয়ে যাই, অনেক আশা নিয়েই খেলি। আগে থেকেই অনেক আশা, বেশি প্রত্যাশা- এগুলো নিয়ে যেন মাতামাতি না করি। প্রত্যাশাটা সবার মনের ভেতর থাক।’
অভিমানে অবসরই নিয়ে ফেলেছিলেন তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর তুলে নেন তিনি। এরপর বাংলাদেশ ক্রিকেট ইস্যুতে একের পর এক আলোচনায় আসছেন তামিম। ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া রহস্যময় ‘তামিম অধ্যায়’ শেষ হয়নি এখনো।
বারবার সময় পিছিয়ে গেল ৮ মাসেও জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম। কবে ফিরবেন সেটিও নিশ্চিত করে জানাননি বাঁহাতি এই ওপেনার।
গত পরশু মিরপুরে প্রাইম ব্যাংক-আবাহনী ম্যাচ শেষে তামিমের সঙ্গে আলাপ করতে দেখা যায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। গতকাল একটি বাণিজ্যিক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন তিনি। শান্ত বলেন, ‘সুন্দরভাবে বসে আড্ডা দেয়া হয়েছে। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে আপনাদের পরিষ্কারভাবে বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন।’
‘একটু চিন্তাভাবনা করবেন হয়তো। ডিপিএলও চলছে। টুর্নামেন্ট শেষ হোক। আমারও একটু চিন্তাভাবনা করা লাগবে। এমনিতে নরমালি একটু ক্রিকেট নিয়ে… কী অবস্থা, কী আছে এসব কথাই হয়েছে। ’
ফিটনেস ইস্যুতে টেস্টে ফিরতে চান না তামিম, ওয়ানডেতেও আগ্রহ নেই খুব একটা- এমন আলোচনা আছে। টি-টোয়েন্টি থেকেও অবসরে গেছেন আগেই। শান্ত অবশ্য বলছেন, ফিট তামিমকে যে কোনো ফরম্যাটে চান তিনি।
জাতীয় দলের তিন ফরম্যাটের এই অধিনায়ক বলেন, ‘আমি তো বেসিক্যালি চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টিতে যদিও অবসর নিয়েছেন, যদি উনি ফিট থাকেন, যে কোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হব। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।’
শান্তর কাছে আলাদা করে প্রশ্ন হয়, অবসর ভেঙে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ফেরানো প্রসঙ্গেও। এ ব্যাপারে স্পষ্ট করেই শান্ত বলছেন, এমন চিন্তা নেই তাদের।
বিশ্বকাপের ঠিক আগে তামিমের ফেরা নিয়ে যখন কথা উঠছে তখন বেশ কিছু প্রশ্নও উঠছে। তামিম কি টি-টোয়েন্টিতে অবসর ভেঙে ফিরবেন? বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি প্রতিযোগিতার পারফরম্যান্স বিবেচনায় আনলে তামিমের না ফেরার কারণ নেই। যেখানে তামিম ৪৯২ রান করেছেন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন, নিজের দল বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন।
তবে টিম ম্যানেজমেন্টের তাকে টি-টোয়েন্টিতে ফেরানোর ইচ্ছা নেই তা শান্তর কথায় পরিষ্কার হয়েছে, ‘এই মুহূর্তে এই ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তাভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো থিতুও আছে। এই মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়