কবিতাসমগ্র

আগের সংবাদ

অন্তর্দ্বন্দ্ব ঠেকাতে কঠোর বার্তা

পরের সংবাদ

বুন্দেসলিগায় লিভারকুসেনের বাজিমাত

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : জার্মান বুন্দেসলিগায় গতকাল ওয়ার্ডার বার্মেনের বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভারকুসেন। এ জয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই লিগের শিরোপা নিশ্চিত করল জাভি আলোসনোর দল। লেভারকুসেনের হয়ে গতকাল হ্যাটট্রিক করেছেন ফ্লোরিয়ান রিটজ। এছাড়া গোল এসেছে ভিক্টর বোনিফেস ও গ্রানিত জাকার পা থেকে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে আর্সেনাল ও লিভারপুল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে। ফলে টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার হয়ে আর্সেনালের বিপক্ষে গতকাল গোল করেছেন লিওন বেইলি ও ওলি ওয়াটকিন্স। অন্যদিকে লিভারপুলের বিপক্ষে একমাত্র গোল করেছেন এবেরেচি এজে।
এ পর্যন্ত পাঁচবার দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি লিভারকুসেনের। এই শিরোপার মাধ্যমে লিভারকুসেনের তাদের ‘নেভারকুসেন’ তকমা থেকেও সরে আসতে সমর্থ হয়েছে তারা। এই জয়ে লিভারকুসেনের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৯। জার্মান লিগ ইতিহাসে ২৯ ম্যাচ পর এটাই সর্বোচ্চ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বায়ার্ন ও স্টুটগার্টের থেকে লিভারকুসেন ১৬ পয়েন্টে এগিয়ে রয়েছে। শিরোপা জয় নিশ্চিত হবার পর কোচ আলোনসোর এখন মূল লক্ষ্য বৃহস্পতিবার ইউরোপা লিগে লন্ডনে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচটি। ঐ ম্যাচকে সামনে রেখে গতকাল মূল একাদশে সাতটি পরিবর্তন এনেছিলেন আলোনসো। এ কারণে বদলি বেঞ্চে ছিলেন রিটজ, জেরেমি ফ্রিমপং ও অ্যালেক্স গ্রিমালডো।
এদের মধ্যে মৌসুমে এই প্রথম শুরুতে খেলার সুযোগ পাননি গ্রিমালডো। তার পরিবর্তে মাঠে নামা পিয়েরো হিনকেপি শুরুতেই গোলের সুযোগ হাতছাড়া করেছেন। ব্রেমেনের জুলিয়ান মালাতিনির বিপক্ষে জোনাস হফম্যানের আদায় করা পেনাল্টি থেকে বোনিফেস লিভারকুসেনকে এগিয়ে দেন। রেফারি সরাসরি পেনাল্টির নির্দেশ দিলেও পরবর্তীতে ভিএআর পরীক্ষা করে তা নিশ্চিত হতে হয়েছে। বিরতির ঠিক আগে হফম্যান আবারো গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তার পাস থেকে আমিনে আদলির শট ক্রসবারে লেগে ফেরত আসে। দ্বিতীয়ার্ধে কিছুটা আগ্রাসি হয়ে খেলা শুরু করে ব্রেমেন। কিন্তু ৬০ মিনিটে বোনিফেসের পাস থেকে জাকার শক্তিশালী শটে লিভারকুসেনের ব্যবধান দ্বিগুণ হলে ব্রেমেনর সব স্বপ্ন ভেঙে যায়। আদিলের পরিবর্তে মাঠে নামা রিটজ আট মিনিট পর জাকার মতো প্রায় একইভাবে বল জালে জড়ান। ম্যাচ শেষের সাত মিনিট আগে রিটজ তার দ্বিতীয় গোল করেন। এরপর ৯০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন রিটজ।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়ে শিরোপা জয়ে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল।
এদিকে আরেক শিরোপাপ্রত্যাশী লিভারপুলও গতকাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে হেরে হতাশ করেছে। আর এই দুই জায়ান্টের পরাজয়ে দুই পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। হাতে রয়েছে আর মাত্র ছয় ম্যাচ। ভিলা সফরে যাবার আগে আর্সেনাল এ বছর প্রিমিয়ার লিগে সম্ভাব্য ৩৩ পয়েন্টের মধ্যে ৩১ পয়েন্ট সংগ্রহ করেছিল। কিন্তু সাবেক বস উনাই এমেরির কাছে বড় ধাক্কা খেতে হলো গানার্সদের। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মিকেল আর্তেতার দল। শুরুতেই লিনড্রো ট্রোসার্ডের একটি নিশ্চিত শট দারুণ দক্ষতায় রুখে দেন আর্সেনালের সাবেক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিপরীতে ভিলাও থেমে থাকেনি। ওলি ওয়াটকিন্স ও ইউরি টিয়েলেমান্সের দুটি শট বারে লেগে ফেরত আসে। ম্যাচ শেষের ছয় মিনিট আগে লুকাস ডিগনের লো ক্রস থেকে ডেডলক ভাঙেন বেইলি।
এরপর ম্যাচ শেষের তিন মিনিট আগে আর্সেনালের একটি কর্নারের পর কাউন্টার অ্যাটাক থেকে ওয়াটকিন্স ভিলাকে তিন পয়েন্ট উপহার দেন। এর মাধ্যমে আর্লিং হালান্ডের সঙ্গে সর্বোচ্চ ২০ গোল স্পর্শ করে গোল্ডেন বুট জয়ের পথে এগিয়ে গেলেন ওয়াটকিন্স। এই জয়ে পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের থেকে তিন পয়েন্ট এগিয়ে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য নিজেদের অবস্থান শক্তিশালী করল ভিলা। আর্সেনালের মতো প্রায় একই চিত্র ছিল অ্যানফিল্ডে লিভারপুলের। মৌসুমের শেষে এসে জার্গেন ক্লপের দলের এমন পারফরম্যান্স মেনে নেয়া কঠিন। সব ধরনের প্রতিযোগিতায় শেষ আট ম্যাচে মাত্র তিনটিতে জয়ী হয়েছে অলরেডসরা। যে কারণে মৌসুম শেষে ক্লপের বিদায় ক্ষণটিও মøান হয়ে আসছে। বৃহস্পতিবার ইউরোপ লিগে আটালান্টার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হবার আগ পর্যন্ত টানা ১৪ মাস ঘরের মাঠ অ্যানফিল্ডে কোনো প্রতিযোগিতায় পরাজিত হয়নি লিভারপুল। ২০২২ সারের অক্টোবরের পর গতকাল তারা প্রিমিয়ার লিগে প্রথম পরাজয়ের স্বাদ পেল। ১৪ মিনিটে এবেরেচি এজের একমাত্র গোলে প্যালেসের জয় নিশ্চিত হয়। জিন-ফিলিপ মাত্তোতর আরো একটি শট গোললাইনের উপর থেকে অ্যান্ডি রবার্টসন ক্লিয়ার না করলে ব্যবধান বাড়তে পারত। এদিকে এই দুই দলের পরাজয়ে প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থবারের মতো ইংলিশ শিরোপা জয়ে সিটির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়