গয়েশ্বর চন্দ্র রায় : ভারতের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট আওয়ামী লীগ

আগের সংবাদ

বহুমাত্রিক কৌশল আ.লীগের

পরের সংবাদ

মাজেদের সেঞ্চুরিতে জয়ে ফিরল ব্রাদার্স

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দীর্ঘ ৪ ম্যাচ পর জয়ে ফিরল মনির হোসাইনের দল। প্রথমে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়নকে ২২৫ রানের লক্ষ্য দেয় পার্টেক্স স্পোর্টিং ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে আব্দুল মাজেদের শতকে ভর করে ৪ উইকেট হাতে রেখেই ম্যাচ নিজেদের করে নেয় ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের জয়ের নায়ক আব্দুল মাজেদ। ব্যাট হাতে ১০৫ রানের অপরাজিত ইনিংস হাঁকান তিনি। দিনের অন্য ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৯২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে সিটি গ্রুপকে ১৭৭ রানের লক্ষ্য দেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। লক্ষ্য তাড়ায় নেমে ৮৪ রানেই গুটিয়ে যায় সিটি ক্লাব। শাইনপুকুরের জয়ের নায়ক বল হাতে ৩ উইকেট নেয়া নাঈম আহমেদ। দিনের অপর ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ৭১ রানের ব্যবধানে জয় পেয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। এ নিয়ে লিগের ৮টি ম্যাচেই জয়হীন রূপগঞ্জ টাইগার্স। অন্যদিকে দীর্ঘ ৫ ম্যাচ পর জয়ে ফিরেছে গাজী টায়ার্স। শুরুতে ব্যাট করতে নেমে অভিষিক্ত মোহব্বত হোসেনের ৬৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২৩৭ রানের বিশাল সংগ্রহ করে গাজী টায়ার্স। জবাবে ব্যাট হাতে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ টাইগার্স। গাজী টায়ার্সের জয়ের নায়ক অভিষিক্ত মোহব্বত হোসেন। ব্যাট হাতে ৭ ছয় ও ৩ চারে ৬৩ রানের ইনিংস হাঁকান তিনি।
বিকেএসপির ৪ নাম্বার স্টেডিয়ামে গতকাল প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পার্টেক্স স্পোর্টিং ক্লাব। ওপেনিংয়ে নামা আজমির আহমেদ ২২ বলে ১৫ রান ও অভিষেক মিত্র ৫ বলে ১ রানেই সাজঘরে ফেরেন। তারপর অধিনায়ক মিজানুর রহমান ও উইকেট কিপার-ব্যাটারের জাহিদ খানের জুটি ঘুরে দাঁড়ায়। মিজানুর রহমান ৫২ ও জাহিদ খান ৪৩ রান করেন। মাঝখানে ২২ বলে ২১ রানে তানভির হায়দার ও ২ রানে ফেরেন মিশুকুর রহমান। সর্বশেষ আবার ব্যাট হাতে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তোফায়েল আহমেদ ও মুকতার আলী। জবাবে ব্যাট হাতে আব্দুল মাজিদের ১০৫ রানের অপরাজিত ইনিংসে ভর করেই ম্যাচ নিজেদের করে নেয় ব্রাদার্স ইউনিয়ন। অধিনায়ক মনির হোসাইন খেলেন ৩৮ বলে ৩৬ রানের ইনিংস। রহমতুল্লাহ আলী ২৬ রান ও মাহমুদুল হাসান ফেরেন ২১ রান করে। শূন্য হাতে সাজঘরে ফেরেন দুজন শাকিল হোসাইন ও রাহাতুল ফেরদৌস।
দিনের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দারুণ বোলিংয়ে সিটি ক্লাবকে ৮৪ রানে অল আউট করে ৯২ রানে জিতেছে শাইনপুকুর। সাত ম্যাচের চারটিতে জেতা শাইনপুকুরের পয়েন্ট ৮।
গাজী গ্রুপেরও সমান ম্যাচে ৮ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শাইনপুকুর আছে পয়েন্ট তালিকার ৬ নম্বরে। ১১ ম্যাচের প্রথম পর্ব শেষে সুপার লিগে উঠবে শীর্ষ ৬টি দল। অবনমন শঙ্কা আরো বাড়িয়ে সিটির এটি সাত ম্যাচে সপ্তম পরাজয়। গতকাল সকালের বৃষ্টির কারণে ৪০ ওভারে নেমে আসা ম্যাচে শাইনপুকুরকে ১৭৬ রানে অল আউট করার পর নিশ্চিতভাবেই এবারের লিগে প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সিটি। সাদিকুর রহমান ও হাসানুজ্জামানের উদ্বোধনী জুটি সেই স্বপ্ন আরো উজ্জ্বল করেন ৪.১ ওভারেই ৪৭ রান যোগ করে। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে অফ স্পিনার নাঈম আহমেদ হাসানুজ্জামানকে ফেরাতেই ধসের শুরু সিটি ইনিংসে। এরপর আর ৩৭ রান যোগ করতেই অল আউট। সিটির হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার সাদিকুর। শাইনপুকুরের পেসার মুকিদুল ইসলাম ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
তবে ম্যাচসেরা হয়েছেন ৫ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেয়া নাঈম। জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন ৩ ওভারে ২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর আগে শাইনপুকুরের ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করেন তিনে নামা খালিদ হাসান। বাংলাদেশ ওয়ানডে দলের সদস্য তানজিদ হাসান করেছেন ৬ রান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়