এমসিসিএইচএসএলে দুর্নীতির অভিযোগ

আগের সংবাদ

শ্রমবাজারে দুষ্ট চক্রের থাবা

পরের সংবাদ

এবার আশার বাণী শোনালেন সাকিব : চট্টগ্রাম টেস্ট

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে ব্যাটিং ব্যর্থতায় ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। আর দলের এমন দুঃসময়ের মাঝে পাঁচ মাসের লম্বা বিরতি কাটিয়ে চট্টগ্রাম টেস্টে দলের সাদা জার্সিতে নিয়মিত হচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিরেই বিপর্যস্ত দলকে শুনিয়েছেন আশার বাণী, আগামীকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ভালো করার সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের জেতা উচিত বলে মন্তব্য করেছেন টাইগার এ স্পিনার।
গতকাল সকালে রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। এ সময় টেস্টে ফেরা নিয়ে তিনি বলেন, ‘আশা তো সব সময় করি আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সব সময়ই আমরা স্ট্রাগল করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’
দীর্ঘ সময় পরে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে সাকিবের কোনো ব্যক্তিগত লক্ষ্য আছে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে সাকিব জানালেন, ‘ব্যক্তিগত কোনো গোল নেই, আমার মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো সময় আমার ব্যক্তিগত গোল কিংবা অ্যাচিভমেন্ট নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সব সময় চেষ্টা করেছি দলের জন্য কীভাবে কনট্রিবিউট করা যায়।’
অনেকদিন পর দেশের জার্সিতে ফিরতে পেরে উচ্ছ¡সিত কণ্ঠে সাকিব বলেন, ‘দেশের হয়ে পারফর্ম করতে পারা কিংবা প্রতিনিধিত্ব করতে পারা সব সময় গর্বের একটি বিষয়। স্বাভাবিকভাবে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।’
অন্যদিকে পিঠে ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন আগের ম্যাচে শ্রীলঙ্কার জয়ের নায়ক পেসার কাসুন রাজিথা। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাজিথার ইনজুরি নিয়ে দেয়া বিবৃতিতে এসএলসি জানিয়েছে, ‘পিঠের বাঁ-পাশের উপরের দিকের ইনজুরিতে পড়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না রাজিথা। পুনর্বাসন শুরু করতে দেশে ফিরবেন তিনি।’
সিলেটে প্রথম টেস্ট চলাকালীন পিঠের ইনজুরিতে পড়েন রাজিথা। ওই অবস্থায়ও চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। ইনজুরি নিয়ে ম্যাচের প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন এই পেসার। ম্যাচে ১১২ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের বিশাল জয়ে বড় অবদান রাখেন রাজিথা। এরই মাঝে লঙ্কান শিবিরে ইতোমধ্যে রাজিথার বিকল্পও ঠিক করা হয়েছে, বদলি হিসেবে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন পেসার আসিথা ফার্নান্দো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম টেস্ট এবং পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আসিথা। কিন্তু ইনজুরি থেকে দ্রুত সুস্থ হওয়ায় দ্বিতীয় টেস্টের দলে নেয়া হয়েছে তাকে। ক্যারিয়ারে এ পর্যন্ত দলের হয়ে ১৩ টেস্টে ৪১ উইকেট শিকার করেছেন আসিথা। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচে ১৩ উইকেট আছে তার।
এদিকে ভঙ্গুর পরিস্থিতিতে দলের ঘুরে দাঁড়ানো নিয়ে টাইগারদের ব্যাক্তিগত প্রচেষ্টার বিকল্প দেখছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সময়ের অন্যতম ক্রিকেট বিশ্লেষক মোহাম্মদ আশরাফুল। গতকাল গণমাধ্যমকে তিনি বলেন, ‘খারাপের পর ভালো আসে। এর চেয়ে খারাপ আর কী হতে পারে? ইতিহাস বলে আমাদের পারফরম্যান্স বেশি খারাপ হলে তারপর ভালো হয়। আসলে সংকট উত্তরণের জন্য সবারই দায়িত্ব নিতে হবে।’ এ সময় তিনি আরো বলেন, ‘প্রত্যেকটা ক্রিকেটারকে আলাদাভাবে দায়িত্ব নিতে হবে। যার যার অবস্থান থেকে ভালো করার তাগিদ অনুভব করতে হবে। নিজের কাজগুলো যতটা সম্ভব সঠিকভাবে সম্পাদন করার চেষ্টা করতে হবে। যেমন মুমিনুল ৮০-এর ওপর রান করেছে। আর একজন অমন ইনিংস খেললেই স্কোরটা আড়াইশ তিনশ’তে গিয়ে ঠেকত। উত্তরণের একটাই জায়গা, ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি ঘটানো। ব্যক্তিগত পারফরমেন্স উন্নত হলে আপনাআপনি দলগত পারফরম্যান্স উন্নত হবে।’
সিলেটের উইকেটে প্রথম টেস্টে প্রথম ২০ ওভার দুই দলই স্ট্রাগল করেছে। তবে লঙ্কান মিডল অর্ডাররা সেই সংকট কাটাতে পারলেও বাংলাদেশ পারেনি। এটা নিয়ে আশরাফুল বলেন, ‘সংকট উত্তরণে আপনি কী করবেন, কোন কৌশলে এগোবেন, মানসিকতা, অ্যাপ্রোচ-অ্যাপ্লিকেশন কেমন হবে, সেটা আপনাকেই ঠিক করতে হবে। একেকজনের ফর্মুলা একেকরকম। কেউ সংকটের মুহূর্তে চালিয়ে খেলে নিজেকে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। আবার কেউ একদম ঠাণ্ডা মাথায় ধৈর্যকে পুঁজি করে উইকেটে টিকে থেকে ইনিংসটাকে লম্বা করে। এটা যার যার ইচ্ছে ও গেম প্ল্যানের ওপর নির্ভর করে।’
সাকিবের দলে ফেরা নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে আশরাফুল খানিকটা নেতিবাচক হয়ে বলেন, ‘সাকিব খেললেই যে অনেক পার্থক্য তৈরি করতে পারবে, আমার তা মনে হয় না। সেই নিষেধাজ্ঞার পর আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেনি সাকিব। এমনি এমনি টেস্ট খেলেছে। অবশ্য তাতে কয়েকটা ফিফটি আছে।’
এখন সাকিবের দলে ফেরা কিংবা শ্রীলঙ্কার পেসার হারানো তার ওপর আশরাফুলের পরামর্শ সবমিলিয়ে বাইরের চাপকে কীভাবে নিচ্ছে শান্তবাহিনী তা দেখা যাবে আগামীকাল শনিবার সাগরিকার মাঠে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়