রাজউক : তথ্য অধিকার আইন ও সিটিজেন চার্টার বিষয়ক কর্মশালা

আগের সংবাদ

মাথা নত করি না, তাই চক্রান্ত : নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী > যাদের নর্দমা থেকে তুলে এনেছি, তারা টাকা ছড়াচ্ছে

পরের সংবাদ

বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন বছরে যত মেগা ইভেন্ট

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : কুয়াশাচ্ছন্ন দিগন্তে লালিমা ছড়াতে ছড়াতে সূর্যটা ডুব দিয়েছে অস্তাচলে। শুরু হয়েছে নতুন বছর, ২০২৪। সাঁঝ গড়িয়ে মধ্যরাত হতেই মহাকালে হারিয়ে গেল আরেকটি বছর, ২০২৩। নতুন এই বছরের জন্য ক্রীড়াপ্রেমীদের অপেক্ষা যেন অন্য যে কারোর চেয়ে বেশি। এই এক বছরেই আছে ক্রিকেট, ফুটবলের মেগা সব ইভেন্ট। শুধুমাত্র ফুটবলেই আছে চারটি আলাদা মহাদেশীয় প্রতিযোগিতা। বিদায়ী বছরের দুঃখ বেদনা ভুলে বিশ্বের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের মানুষও নতুন আশায় বরণ করছে নতুন বছরকে। এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে চোখ বোলানো যাক ২০২৪ সালে কখন কোনো খেলা শুরু। জানুয়ারিতে আছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর। জুনে ইউরো এবং কোপা আমেরিকার সূচি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ঠাসা সূচির মাঝেই জানুয়ারি মাসে শুরু হচ্ছে দুই মহাদেশের ফুটবল উৎসব – এএফসি এশিয়ান কাপ এবং আফ্রিকান কাপ অফ নেশন্স । এশিয়ান মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর এএফসি এশিয়ান কাপ শুরু হবে ১২ই জানুয়ারি। এশিয়া মহাদেশের ২৪ দেশ লড়বে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায়। ২০২২ বিশ্বকাপের ভেন্যু কাতারে হবে এবারের আসর। জমজমাট এই আসরের ফাইনাল হবে ১০ ফেব্রুয়ারি। একই সময় আফ্রিকান দেশ আইভরি কোস্টে হবে আফ্রিকান কাপ অব নেশন্স। যার শুরু হবে ১৪ জানুয়ারি। আর ফাইনাল ১২ ফেব্রুয়ারি। আফ্রিকান ফুটবলের সবচেয়ে বড় এই আসরে খেলবে ২৪ দল। ৬ ভেন্যুতে চলবে এই ফুটবলযজ্ঞ। টেনিসে ১৪ জানুয়ারি থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেন। উইন্টার ইয়ুথ অলিম্পিকের পর্দা উঠবে ১৯ জানুয়ারি থেকে। ফেব্রুয়ারি মাসেও খেলা নেহায়েত কম নয়। ১ ফেব্রুয়ারি কনকাকাফ ওমেন্স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। ২১ ফেব্রুয়ারি এমএলএস নতুন মৌসুম। ১৬ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ২ ফেব্রুয়ারি সিক্স নেশন্স রাগবি চ্যাম্পিয়নশিপ। মার্চ মাসে ফুটবলে রয়েছে এএফসি অনূর্ধ্ব-২০ ওমেন্স এশিয়ান কাপ। মাসের মাঝামাঝি মায়ামি ওপেন। ২০ মার্চ মেজর লিগ বাস্কেটবল মৌসুম শুরু। আর ৩০ মার্চ হবে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ। মে মাসের ক্লাব ফুটবলের দিকে আলাদা করে নজর রাখতেই পারেন। এপ্রিলের শেষ আর মে মাসের শুরুতে ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের শিরোপা নির্ধারণী ম্যাচগুলো হাজির হবে। মে মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহেই নিষ্পত্তি হবে শিরোপার লড়াই। ১৭ই মে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ডে। ১৮ই মে বুন্দেস লিগার শেষদিন। ২৬ মে পর্দা নামবে স্প্যানিশ লা লিগা এবং ইতালিয়ান সিরি আ এর। ২৫মে মাঠে গড়াবে এফএ কাপ ফাইনাল। চলবে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগের সেমিফাইনাল পর্ব। ক্লাব ফুটবলের ঠাসা এক সূচি আছে মে মাসে। মে মাসের শেষ ভাগ থেকে আবার ফুটবল ও ক্রিকেটের দখলে চলে যাবে সময়। ২৫ মে এফএ কাপের ফাইনালের রেশ কাটতে না কাটতেই ১ জুন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ইউরোপ সেরা হবে কোন দল আবারও কি ইতালি, নাকি কেইনের ইংল্যান্ড, এমবাপ্পের ফ্রান্স না রোনালদোর পর্তুগাল? এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হবে ১৪ জুন থেকে। এদিনই যে শুরু ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো চ্যাম্পয়নশিপ। এর ৬ দিন পর শুরু হবে আরেকটি প্রশ্নের উত্তর খোঁজা- লিওনেল মেসি আর্জেন্টিনাকে এবার জেতাতে পারবেন কোপা আমেরিকা? এদিকে টেনিসে ২৮ মে থেকে ফ্রেঞ্চ ওপেন। অন্যান্য ইভেন্টের মধ্যে রয়েছে ৫মে ফর্মুলা রেসিং, ১৩ মে পিজিএ চ্যাম্পিয়নশিপ এবং ২২ মে ইউরোপিয়ান জিমনেস্টিক চ্যাম্পিয়নশিপ। টেনিসে ১ জুলাই থেকে উইম্বলডন আসর। ২৬ জুলাই থেকে প্যারিসে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসর অলিম্পিক শুরু। তবে এসব ছাপিয়ে জুন-জুলাইয়ের ফুটবল ক্রিকেটের সূচিতেই চোখ থাকবে ভক্তদের।
ক্রিকেট ভক্তদের তো ষোলআনা। কারণ ৪ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিয়ে শুরু হবে ফুটবল যজ্ঞের। জুনের ১ তারিখ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ইউসিএল ফাইনাল। এরপরেই আন্তর্জাতিক বিরতিতে মাঠে গড়াবে ইউরো এবং কোপা আমেরিকার আসর। ১৪ জুন থেকে এক মাসের জন্য চলবে উয়েফা ইউরো। জার্মানিতে ১০ শহরে বসবে ২৪ দলের এই ফুটবল আসর। ফাইনাল হবে ১৪ জুলাই। জুনেই ২০ তারিখ থেকে হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। বিশেষ এই আসর হবে যুক্তরাষ্ট্রে। অংশ নেবে উত্তর এবং দক্ষিণ আমেরিকার মোট ১৬ দেশ। ফাইনাল হবে ১৪ জুলাই। আর আগস্টে শুরু হবে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। জুনে ইউসিএল ফাইনাল শেষেই শুরু হবে দলবদলের গ্রীষ্মকালীন উইন্ডো। সেদিকেও নজর থাকবে ফুটবল ভক্তদের। এছাড়া ৯ জুন ফর্মুলা রেসিং আর ২৭ জুন এনবিএ ড্রাফট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়