তফসিল বাতিলের দাবি স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

আগের সংবাদ

জামায়াতের ভবিষ্যৎ কী? নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ

পরের সংবাদ

নির্বাচন কমিশনে ১২ দলের চিঠি : কোন জোটে কোন দল

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আওয়ামী লীগসহ নিবন্ধিত এক চতুর্থাংশ রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেয়ার আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২টি রাজনৈতিক দল ইসিতে চিঠি দিয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৮টি দল ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহের কথা জানিয়েছে। তবে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দলই ইসিকে কোনো তথ্য জানায়নি। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিতে হলে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে তা নির্বাচন কমিশকে জানানোর বিধান রয়েছে। ওই সময়ের মধ্যে তথ্য জানাতে গত ১৬ নভেম্বর আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্র্টিসহ নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তথ্য জানানোর সময় গতকাল বিকালে শেষ হয়েছে। এ সময়ের মধ্যে ১২টি দল তথ্য জানিয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইসি।
ইসির অতিরিক্ত সচিব আশোক কুমার দেবনাথ জানান, নির্বাচন কমিশনে গতকাল শনিবার বিকাল পর্যন্ত যে ৯টি রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে অংশ নেয়ার কথা জানিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্র্টি (জেপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), গণতন্ত্রী পার্র্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্র্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও তৃণমূল বিএনপি। এছাড়া জাতীয় পার্র্টির (সংসদে বিরোধীদলীয় নেতা) রওশন এরশাদের পক্ষ থেকে আওয়ামী জোটের সঙ্গে ভোট করার কথা জানিয়ে চিঠি দেয়া হয়েছে।
আবার আওয়ামী লীগ ঘরানার ১৫টি রাজনৈতিক দলের মোর্চা ‘প্রগতিশীল ইসলামী জোট’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তৃণমূল বিএনপির ‘সোনালি আঁশ’ প্রতীকে নির্বাচনে অংশ নেবে জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বলে জানান আশোক কুমার দেবনাথ।
এদিকে গতকাল জাতীয় পার্র্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রধান নির্বাচন কমিশনারকে এক চিঠিতে জানিয়েছেন, দলটির চেয়ারম্যান পদে থাকা জি এম কাদেরের স্বাক্ষরে হবে সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন। তারা দলগতভাবে নির্বাচনে অংশ নেবে।
এসব বিষয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, আওয়ামী লীগ চিঠি দিয়ে জানিয়েছে জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর সভাপতির সইয়ে নমিনেশন দেবে তারা। এদিকে তাদের সঙ্গে ৮টি দল জোটবদ্ধভাবে নির্বাচন করবে বলেও চিঠি দিয়েছে।
জাতীয় পার্র্টির (জাপা) বিষয়ে তিনি বলেন, জাপার দুটো চিঠি এসেছে। জি এম কাদের বলেছেন, তার সইয়ে মনোনয়ন হবে। আর রওশন এরশাদ বলেছেন, তারা জোটে ভোট করবেন। আমলে নেবেন কোনটা? এটা কমিশন দেখবে। কারণ দুটো চিঠি এসেছে। কমিশন যেটা আমলে নেয়।
জাপার সাইনিং অথোরিটি কে হবেন- এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সাধারণত দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথোরিটি হন।
তাহলে তো জাতীয় পার্র্টির চেয়ারম্যান জি এম কাদের সাইনিং অথোরিটি। তাহলে বিবেচনা কী হবে? এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, এটা কমিশন বলতে পারবে।
আওয়ামী লীগ চিঠিতে কী বলেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ বলেছে, জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর সভাপতির সইয়ে তারা নমিনেশন দেবে। তিনি আরো বলেন, কোন কোন দল তাদের সঙ্গে থাকবে এটা বলা নেই। পৃথক ৮টি দল বলেছে, তারা নৌকা প্রতীকে নির্বাচন করবে।
আবার গণতন্ত্রী পার্র্টি বলেছে, নিজ দলের প্রতীক কবুতরের পাশাপাশি জোটের প্রতীক নৌকা নিয়ে ভোট করতে চায়। গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন দলটির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন।
চিঠিতে তারা বলেন, গণতন্ত্রী পার্র্টি ১৪ দলীয় জোটভুক্ত একদটি নিবন্ধিত রাজনৈতিক দল। যার নম্বর ০০৮ ও নির্বাচনী প্রতীক কবুতর। গণতন্ত্রী পার্র্টি থেকে জোটগত প্রার্থী হিসেবে যারা প্রতিদ্ব›িদ্বতা করবেন তারা ১৪ দলীয় জোটের বৃহত্তম শরিক দল আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ব্যবহার করতে ইচ্ছুক।
আবার সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ মহাজোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান। গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন তিনি।
আবার প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির প্রতীক ‘সোনালি আঁশ’ ব্যবহার করবেন বলে গতকাল শনিবার নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে ইসিকে অনুরোধ জানানো হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রগতিশীল ইসলামী জোট নেতাদের সঙ্গে তৃণমূল বিএনপির আলোচনা হয়েছে। আলোচনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ব্যাপারে প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা নিতে সিইসিকে অনুরোধ জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়