দক্ষিণখানে ছুরিকাঘাতে শিশুকে হত্যা

আগের সংবাদ

কেউ ভোলে না, কেউ ভোলে > বাস্তবায়নে এগিয়ে আ.লীগ > কথা রাখেনি বিএনপি > ছায়া সরকার হতে পারেনি জাপা

পরের সংবাদ

এক ম্যাচে দুই অর্জন সাকিবের

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান কেন সেরা তা আরেকবার প্রমাণিত হয়েছে। এবারের বিশ্বকাপ আসরে বাংলাদেশের প্রথম ম্যাচে সাকিব ছিলেন দলের কাণ্ডারি।
আফগানিস্তানকে ৬ উইকেটে হারানো ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব শিকার করেন ৩টি উইকেট এবং ব্যাট হাতে খেলেন ১৯ বলে ১৪ রানের ইনিংস। এতেই বিশ্বকাপে সাকিবের ব্যক্তিগত রেকর্ড আরো সমৃদ্ধ হয়েছে।
বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিবের অবস্থান এখন ৮ নম্বরে। আবার সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সাকিব উঠে এসেছেন ১২ নম্বরে। আবার এ তালিকায় স্পিনারদের মধ্যে সাকিবের বর্তমান অবস্থান তৃতীয়।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের পঞ্চম বিশ্বকাপ আসর শুরু করেন সাকিব আল হাসান। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার আটে উঠে আসতে সাকিবের দরকার ছিল মাত্র দুই রান। এদিন আফগানদের বিপক্ষে ১৯ বলে ১৪ রানের ইনিংস খেলার পথেই পেছনে ফেলেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসকে। এর আগে চারটি বিশ্বকাপ খেলা সাকিবের সামনে সুযোগ রয়েছে এবারের আসরেই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার পাঁচ নম্বরে উঠে আসার।
বিশ্বকাপে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হতে বাংলাদেশ অধিনায়কের আর প্রয়োজন মাত্র ৪৮ রান। এমনকি, গত ম্যাচে আটে উঠে আসা সাকিবের সামনে সুযোগ রয়েছে তিনে উঠে আসার। নকআউট পর্বের আগে বাংলাদেশের ম্যাচ রয়েছে আরো ৮টি। সাকিব যদি এবার ৫০০ রান করতে পারেন তাহলে তিনি পেছনে ফেলবেন লঙ্কান কিংবদন্তি উইকেট কিপিং ব্যাটার কুমার সাঙ্গাকারাকে। শীর্ষ তিনে থাকা সাঙ্গাকারা খেলেছেন ২০০৩ থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত। চারটি বিশ্বকাপে ৩৭টি ম্যাচে তিনি করেছেন ১৫৩২ রান। আর সাকিব যদি অন্তত ৬০০ রান করতে পারেন তাহলে তিনি শীর্ষ দুয়ে থাকা সাবেক অজি ক্যাপ্টেন রিকি পন্টিংকে পেছনে ফেলবেন।
১৯৯৬ থেকে পাঁচটি বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান পন্টিং ৪৬ ম্যাচে করেছেন ১৭৪৩ রান। সাকিব এবার অন্তত ৬০০ রান করতে পারলে বিশ্বকাপে তার রানসংখ্যা হবে ১৭৪৬। তবে শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারকে ছোঁয়া অসম্ভবই বলা যায়। ১৯৯২ থেকে ২০১৫ অবধি ছয়টি বিশ্বকাপ খেলা ভারতীয় ক্রিকেট রাজা ৪৫ ম্যাচে করেছেন ২২৭৮ রান।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আফগান ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেয়ায় পথে নেতৃত্ব দেন সাকিব। এদিন বল হাতে ৮ ওভারে ৩০ রান খরচায় তিন উইকেট শিকার করেন বাংলাদেশ অধিনায়ক। এ ম্যাচে দারুণ বোলিং করা টাইগার অধিনায়ক ইতোমধ্যেই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন। এ বিশ্বকাপের আগে সাকিব ছিলেন তালিকার ১৬ নম্বরে। এদিকে তালিকায় স্পিনারদের মধ্যে সাকিবের বর্তমান অবস্থান তৃতীয়। গতকালের ম্যাচে সাকিব পেছনে ফেলেন বিশ্বকাপে ৩৬ উইকেট নেয়া নিউজিল্যান্ড কিংবদন্তি ড্যানিয়েল ভেট্রোরিকে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় অবস্থান আরো সামনে আনার। এবারের আসরে ১০টির বেশি উইকেট নিজের ঝুলিতে নিতে পারলেই সাকিব উঠে আসবেন তালিকার ছয় নম্বরে। তালিকায় যৌথভাবে ৬ নম্বরে রয়েছেন দুই ভারতীয় জহির খান ও শ্রীনাথ। বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১০ অক্টোবর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
এদিকে, মাঠের বাইরেও একটা সুখবর আছে সাকিবের জন্য। আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স আগের আসরের মতো এবারো টাইগার অধিনায়ককে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে। প্লেয়ার্স ড্রাফটের আগেই তারা সাকিবের সঙ্গে চুক্তি করে। আগের আসরেও সাকিব এ দলের আইকন ক্রিকেটার ছিলেন। পাশাপাশি দলকে নেতৃত্বও দিয়েছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়