চরমোনাই পীর : দেশ ভয়াবহ সংঘাতের মুখে নিপতিত

আগের সংবাদ

৩০ বছরেও শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছেনি থানচির দুর্গম অঞ্চলে

পরের সংবাদ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের পর্দা নামল

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো পাঁচ দিনের বঙ্গবন্ধু তৃতীয় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য মো. ফারুক খাঁন, ফেডারেশনের সহসভাপতি ও ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, ফেডারেশনের আরেক সহসভাপতি রাশেদ চৌধুরী ও ইরশঅদ হোসেন, গুলশান ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম প্রমুখ।
তৃতীয়বারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে দেশ-বিদেশের নারী ও পুরুষ স্কোয়াশ খেলোয়াড়দের অংশগ্রহণে দুটি আন্তর্জাতিক ও নবীন খেলোয়াড়দের অংশগ্রহণে একটি যুবসহ তিনটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
পুরুষ স্কোয়াশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মিশরের খেলোয়াড় কারিম আল টর্কে ও রানারআপ হয়েছেন সেইফ তামের। এছাড়া নারীদের ‘স্যাটেলাইট ট্যুর’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন শ্রীলঙ্কার কুরুপ্পু ইয়েহেনি ও রানারআপ হন মালয়েশিয়ার ভিনিকাশেইনি, যুব প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হন পারভেজ করিম আর রানারআপ হয়েছেন আমিনুল ইসলাম। যুব প্রতিযোগিতায় মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন চাঁদনি সরকার ও রানারআপ হন নাবিলা তাসনিম উর্মি।
গত ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ আবারো সফলভাবে শেষ করল প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন (পিএসএ) ‘চ্যালেঞ্জ ট্যুর-৫’। পিএসএ হলো পেশাদার স্কোয়াশের বিশ্বব্যাপী পরিচালনাকারী সংস্থা।
‘চ্যালেঞ্জ ট্যুর-৫’ এ বাংলাদেশের সেরা ছয়জন পুরুষ খেলোয়াড় নেদারল্যান্ডস, মিশর, ইরান, কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার খেলোয়াড়দের বিপক্ষে খেলায় অংশ নেন। মেয়েদের জন্য আয়োজিত স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের সেরা ১৪ জন নারী খেলোয়াড় মালয়েশিয়া ও শ্রীলঙ্কার পেশাদার নারী খেলোয়াড়দের বিপক্ষে খেলায় অংশ নেন। এছাড়া নবীন খেলোয়াড়দের জন্য আয়োজিত অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরির অর্ধশতাধিক পুরুষ ও নারী খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
টুর্নামেন্টের চ্যালেঞ্জ ট্যুরের খেলা আয়োজিত হয়েছে গুলশান ক্লাবে। আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে আয়োজিত হয় স্যাটেলাইট ট্যুর ও যুব স্কোয়াশ প্রতিযোগিতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়