ইউরোপীয় কাউন্সিল : জাতিসংঘ ‘অথর্ব ও খোঁড়া’ হয়ে গেছে

আগের সংবাদ

পাল্টাপাল্টি আল্টিমেটাম! : বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম আ.লীগের, ৩৬ ঘণ্টার মধ্যে খালেদার মুক্তি চায় বিএনপি

পরের সংবাদ

প্লেয়ার্স ড্রাফট শেষে বিপিএলে কে কোন দলে : শক্তিশালী দল গড়ল কুমিল্লা-রংপুর

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে আগামী বছরের শুরুতে। মাস চারেক বাকি থাকতেই গতকাল এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে দুপুর সাড়ে ১২টায় শুরু হয় বিপিএল প্লেয়ার্স ড্রাফট। এবারের ড্রাফটে দেশি ক্রিকেটার রাখা হয়েছিল ২০৩ জন, যাদের মোট সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। তাছাড়া পাঁচ ক্যাটাগরিতে ৪৪৮ জন বিদেশি ক্রিকেটার ছিলেন প্লেয়ার্স ড্রাফটে।
ধরে রাখা ও সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সঙ্গে প্লেয়ার্স ড্রাফট থেকে খেলোয়াড়দের দলে ভিড়িয়ে আগামী বিপিএলের সবচেয়ে শক্তিশালী দল সাজিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আরেকদিকে দুর্দান্ত ঢাকা নতুন খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে দল গুছিয়েছে।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফেটের শুরুতেই বাজিমাত করে ফরচুন বরিশাল। এবারের ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার ছিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটারকে শুরুতেই দলভুক্ত করে ফরচুন বরিশাল। সাবেক টাইগার অধিনায়কের মূল্য সর্বোচ্চ ৮০ লাখ টাকা। এর আগেই তামিম ইকবালকে দলভুক্ত করেছিল দলটি।
প্লেয়ার্স ড্রাফটের শুরুতে দেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের প্রথম ডাকে রংপুর দলে নিয়েছে রনি তালুকদারকে। সিলেট নিয়েছে মোহাম্মদ মিথুনকে, বরিশাল নিয়েছে মুশফিকুর রহিমকে, কুমিল্লা নিয়েছে মৃত্যঞ্জয়কে, চট্টগ্রামে গেছেন তানজিদ তামিম, সাইফ হাসানকে নিয়েছে ঢাকা, রুবেলকে নিয়েছে খুলনা।
দ্বিতীয় ডাকে ইরফান শুক্কুরকে নিয়েছে ঢাকা, জাজের আলি অনিককে নিয়েছে কুমিল্লা, আল আমিনকে নিয়েছে চট্টগ্রাম, রকিবুলকে নিয়েছে বরিশাল, রেজাউর রাজা গেছেন সিলেটে, শামিম পাটোয়ারীকে নিয়েছে রংপুর।
দেশি ক্রিকেটারদের দ্বিতীয় রাউন্ডের প্রথম ডাকে বরিশাল নিয়েছে সাইফুদ্দিনকে। মহিদুল ইসলাম অংকন গেছেন কুমিল্লায়, সৈকত আলি চট্টগ্রামে, সিলেট নিয়েছে আরিফুল হককে, আলাউদ্দিন বাবু গেছেন ঢাকায়, রিপন মন্ডলকে নিয়েছে রংপুর, পারভেজ ইমন গেছেন খুলনায়। এরপর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ডাকে হাবিবুর রহমান সোহানকে নিয়েছে খুলনা।
রংপুরে গেছেন হাসান মুরাদ, ঢাকায় এসএম মেহেরাব হোসেন, সিলেটে ইয়াসির আলি রাব্বি, ইমারনুজ্জামানকে নিয়েছে চট্টগ্রাম, কুমিল্লায় রিশাদ হোসেন, সৌম্যকে নিয়েছে বরিশাল।
পরবর্তীতে বিদেশি ক্রিকেটারদের রাউন্ড শুরু হয়। বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের প্রথম ডাকে কার্টিস ক্যাম্পারকে নিয়েছে চট্টগ্রাম। রাকিম কর্ণওয়ালকে নিয়েছে কুমিল্লা, ঢাকায় গেছেন লাহিরু সামারাকান, মাইকেল রিপন গেছেন রংপুরে, রিচার্ড এনগারাভা সিলেটে, কাসুন রাজিথা গেছেন খুলনায়, কুমিল্লা নিয়েছে ইয়ামিক ক্যারিয়াহকে। বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে কুমিল্লা ডাকেনি কাউকে। দাসুন শানাকাকে নিয়েছে খুলনা, থুসারা হেমান্থাকে নিয়েছে সিলেট, ইয়াসির মোহাম্মদকে নিয়েছে রংপুর, সাদিরা সামারাবিক্রমাকে নিয়েছে ঢাকা, ম্যাথু ওয়ালটারফোল্টকে নিয়েছে কুমিল্লা, চট্টগ্রামে গেছেন বিলাল খান।
বিদেশি ক্রিকেটারদের এক রাউন্ড শেষে আবারো দেশি ক্রিকেটারদের ডাকে ফেরা হয়। স্থানীয় ক্রিকেটারদের তৃতীয় রাউন্ডে প্রথমে ডাকার সুযোগ পেয়ে ঢাকা নিয়েছে নাঈম শেখকে। শাহাদাত হোসেন দিপুকে নিয়েছে চট্টগ্রাম, নাজমুল অপু গেছেন সিলেটে, কামরুল রাব্বিকে নিয়েছে বরিশাল, রংপুর নিয়েছে আবু হায়দার রনিকে, খুলনায় গেছেন মুকিদুল মুগ্ধ, কুমিল্লা নিয়েছে ইমরুল কায়েসকে। এরপর প্রথম ডাকে মুশফিক হাসানকে নিয়েছে কুমিল্লা, আকবর আলি গেছেন খুলনা, ফজলে রাব্বি গেছেন রংপুরে, প্রিতম কুমারকে নিয়েছে বরিশাল, সিলেটে গেছেন শফিকুল ইসলাম, চট্টগ্রামে গেছেন সালাউদ্দিন সাকিব, সাব্বির হোসেনকে নিয়েছে ঢাকা।
প্লেয়ার্স ড্রাফটে নাম থাকা সত্ত্বেও কোনো দলে সুযোগ পাননি এক সময় জাতীয় দলের পোস্টার বয় খ্যাত মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক ও সাব্বির রহমান। আরেকদিকে চোট সমস্যার কারণে বিশ্বকাপের পর এবার বিপিএল থেকেও ছিটকে গেছেন টাইগার পেসার ইবাদত হোসনে। হাঁটুর অস্ত্রোপচারের কারণে তিনি এখন মাঠের বাইরে আছেন, খেলতে পারেননি সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপেও।
কুমিল্লা ভিক্টোরিয়ানস
ধরে রাখা ও সরাসরি চুক্তি : লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন, তাওহিদ হৃদয়, মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।
ড্রাফট থেকে : মৃত্যুঞ্জয় চৌধুরি, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাখিম কর্নওয়াল, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক।
রংপুর রাইডার্স
ধরে রাখা ও সরাসরি চুক্তি : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, আজমাতউল্লাহ ওমরজাই, নিকলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ড্রাফট থেকে : রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মিশেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।

ফরচুন বরিশাল
ধরে রাখা ও সরাসরি চুক্তি : মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে।
ড্রাফট থেকে : মুশফিকুর রহিম, রকিবুল হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়া, কামরুল ইসলাম রাব্বি, প্রিতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দিনেশ চান্দিমাল।

দুর্দান্ত ঢাকা
ধরে রাখা ও সরাসরি চুক্তি : তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, চাতুরঙ্গা ডি সিলভা, সিয়াম আইয়ুব, ওসমান কাদির।
ড্রাফট থেকে : সাইফ হাসান, ইরফান শুক্কর, আলাউদ্দিন বাবু, মেহরব হোসেন, লাহিরু সামারকুন, সাদিরা সামারাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।

সিলেট স্ট্রাইকার্স
ধরে রাখা ও সরাসরি চুক্তি : মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান, নাজমুল হোসেন, রায়ান বার্ল, বেন কাটিং, হ্যারি ট্যাক্টর।
ড্রাফট থেকে : মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি, রিচার্ড এনগারাবা, দুশন হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রোয়েন, সালমান হোসেন ইমন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
ধরে রাখা ও সরাসরি চুক্তি : শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিভেন এসকান্দি।
ড্রাফট থেকে : তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।
খুলনা টাইগার্স
ধরে রাখা ও সরাসরি চুক্তি : নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, এনামুল হক, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা, শাই হোপ, ওয়াসিম জুনিয়র।
ড্রাফট থেকে : আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়