ইউরোপীয় কাউন্সিল : জাতিসংঘ ‘অথর্ব ও খোঁড়া’ হয়ে গেছে

আগের সংবাদ

পাল্টাপাল্টি আল্টিমেটাম! : বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম আ.লীগের, ৩৬ ঘণ্টার মধ্যে খালেদার মুক্তি চায় বিএনপি

পরের সংবাদ

আমলার চোখে চার সেমিফাইনালিস্ট

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র ৯ দিন। ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্টকে সামনে রেখে অনেক সাবেক ক্রিকেটারই ভবিষৎবাণী দিয়েছেন। এবার বিশ্বকাপ দ্বারপ্রান্তে থাকা অবস্থায় সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যাটার হাশিম আমলা। সেমিফাইনালিস্ট চার দলের ভবিষ্যৎবাণীতে তিনি বলেন, ‘আমি মনে করি ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।’
শেষ চারে কারা যেতে পারে সে ব্যাপারে আগাম বার্তা দিলেও ফাইনালে কোন দুই দল খেলবে সে ব্যাপারে কিছু বলেননি আমলা। ভবিষ্যৎবাণী দেয়ার পর উত্তরসূরী দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের বিশ্বকাপে মাথা শান্ত রেখে খেলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে জোরে আওয়াজ হয় মাথায়। তাই আপনার চিন্তাভাবনাগুলো কী, তা আপনাকে ট্র্যাক করতে হবে। প্রয়োজন অনুযায়ী নিজেকে সমর্পণ করতে হবে এবং সে অনুসারে সফল হওয়া যাবে।’
সাবেক প্রোটিয়া ক্রিকেটার হিসেবে এর আগে সেমিফাইনালিস্ট ৪টি দলকে বেছে নিয়েছিলেন ‘মিস্টার থ্রি-সিক্সটি ডিগ্রি’ খ্যাত ডি ভিলিয়ার্স। তিনিও ভারত, ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে রেখেছেন নিজের পছন্দের শেষ চারে। তিনি বলেছেন, ‘ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ওপর বাজি ধরব।’
এর আগে বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, গেøন ম্যাকগ্রা, জ্যাক ক্যালিস ও অ্যাডাম গিলক্রিস্টের মতো ক্রিকেটাররা নিজেদের ফেভারিট চার দলের নাম জানিয়ে দিয়েছেন। ডি ভিলিয়ার্স তো ফাইনাল কোন কোন দল খেলতে পারে সেটিও জানিয়ে দিয়েছেন। দ্রুততম সেঞ্চুরিয়ানের মতে, ফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড।
পাকিস্তানকে সব সাবেক ক্রিকেটারই ফেভারিট হিসেবে দাবি করেছেন। পাকিস্তান দলের দুর্দান্ত ফর্মও তার সাক্ষ্য দেয়। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে জটিলকায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর্থিক লেনদেন নিয়ে খেলোয়াড়দের সঙ্গে তাদের বনিবনা হচ্ছে না। যে কারণে আসন্ন বিশ্বকাপ বয়কটের মতো হুমকি দিয়ে রাখলেন বাবর আজম-রিজওয়ানরা।
পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, দুই দিন পরই বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে রওনা দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি ক্রিকেটাররা। যে কারণে কেন্দ্রীয় চুক্তি ছাড়াই বিশ্বকাপে যেতে পারেন বাবর-শাহীনরা। চার মাস ধরে পাকিস্তানের ক্রিকেটাররা পিসিবি থেকে প্রতিশ্রæত অর্থ বা ম্যাচ ফি বাবদ কিছু পাচ্ছেন না বলে জানা যায়। এ পরিস্থিতি তরুণ খেলোয়াড়দের জন্য বড় এক চ্যালেঞ্জ। তাদের আর্থিক সংকটে পড়াটাই স্বাভাবিক। কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানের ক্রিকেটাররা নীরবেই প্রতিবাদ করে এসেছেন। তবে এখন আর তার চুপ থাকবেন না।
নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেটার ‘ক্রিকেট পাকিস্তান’-কে বলেন, ‘আমরা কোনো পারিশ্রমিক ছাড়াই পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, বোর্ডের সঙ্গে সম্পৃক্ত স্পনসরদের লোগোর প্রচার আমরা কেন করব?’ তিনি যোগ করেন, ‘যেহেতু আমরা স্পন্সর থেকে লভ্যাংশ পাব না। তাই আমরা প্রচারণামূলক কার্যক্রমের মতো বিষয়গুলোয় অংশ না নেয়ার কথা ভাবছি। এমনকি বিশ্বকাপের সময় আমরা আইসিসির প্রচারণামূলক বা অন্যান্য কার্যক্রমে অংশ নেব না।’
তিন সংস্করণেই শীর্ষ ক্রিকেটারদের নতুন চুক্তির প্রস্তাব দেয়া হয়েছিল। নতুন চুক্তির অর্থের অঙ্কটা মাসে প্রায় ৪৫ লাখ পাকিস্তানি রুপি। তবে খেলোয়াড়দের মতে ট্যাক্স বাদ দিয়ে এই হিসাব দাঁড়াবে ২২ থেকে ২৩ লাখ পাকিস্তানি রুপি। এ অঙ্কটা আরো বড় হোক, এমনটাই চান পাকিস্তান দলের ক্রিকেটাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়