ফেসবুকে প্রেম করে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

আগের সংবাদ

দাম নির্ধারণের তোয়াক্কা নেই : সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না তিন পণ্য. ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

পরের সংবাদ

হিলি সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. দেলোয়ার হোসেন, দিনাজপুর থেকে : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের জিরো পয়েন্টে সীমান্তের নানা বিষয় নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় মেইন পিলার ২৮৫-এর সাব-পিলার এস ১১ পিলারের কাছে বাংলাদেশ অভ্যন্তরে বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী উভয় দেশের সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে সমস্যাগুলো চিহ্নিত করে যেসব সমস্যা ব্যাটালিয়ান পর্যায়ে সমাধান করার যায় সেগুলো তাদের নিজেদের মধ্যে সমাধানে একমত পোষণ করা হয়।
এছাড়া কিছু বিষয় সমাধানে সিদ্ধান্ত গ্রহণের জন্য উভয় দেশের রাষ্ট্রীয় পর্যায়ে প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে জয়পুরহাট ২০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান এবং ভারতের পতিরাম বিএসএফের ১৫১ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভগত সিং তাদের প্রতিনিধিদের নিয়ে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি জিরো পয়েন্ট এলাকায় এলে বিজিবির পক্ষ থেকে বিএসএফ প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সেখানে ২০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ রানাসহ দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান বৈঠক শেষে দুপুর ২টায় হিলি স্থলবন্দরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করেন। তিনি জানান, ২০ বিজিবি ব্যাটালিয়নে যোগদানের পর বিএসএফের সঙ্গে এই প্রথম পতাকা বৈঠকে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করা হলো। মূলত সীমান্তে সৌহার্দ ও সম্প্রীতি বজায় রাখতে ওই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়