ফেসবুকে প্রেম করে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

আগের সংবাদ

দাম নির্ধারণের তোয়াক্কা নেই : সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না তিন পণ্য. ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

পরের সংবাদ

ক্ষেতলালে গৃহবধূ নির্যাতন মামলায় ছেলে গ্রেপ্তার : পালিয়েছে বাবা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলাল পৌর এলাকার হেরাকুল্লা মহল্লার গৃহবধূ দিলরুবাকে শারীরিক নির্যাতনসহ মাথার চুল কেটে দেয়ার অভিযোগে ক্ষেতলাল থানায় মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী। গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত শান্ত ইসলামকে গ্রেপ্তার করলেও অপর আসামি সাইফুল ইসলাম পলাতক রয়েছের। অভিযুক্ত শান্ত ইসলামকে গতকালই কারাগারে পাঠিয়েছে পুলিশ। শান্ত অপর অভিযুক্ত ওই মহল্লার সাইফুল ইসলামের ছেলে। মামলা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১১টার দিকে পৌর এলাকার হেরাকুলা মহল্লার ওই গৃহবধূর বাড়িতে হামলা করেন একই মহল্লার দুই ব্যক্তি। তারা দুজন সম্পর্কে বাবা-ছেলে। গত কয়েক মাস আগে থেকে জমিজমা নিয়ে গৃহবধূ দিলরুবার স্বামী তুহিন মণ্ডলের সঙ্গে প্রতিবেশী সাইফুল ইসলামের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে গত কয়েকদিন আগে উভয়পক্ষ জয়পুরহাট আদালতে মামলাও করেন। গত বুধবার রাত সাড়ে ১১টায় সাইফুল ইসলাম ও তার ছেলে শান্ত দেশীয় অস্ত্র নিয়ে ওই গৃহবধূর বাড়িতে হামলা চালান। এ সময় তারা শারীরিক নির্যাতনসহ কেটে দেন ওই গৃহবধূর মাথার চুল। এ ঘটনায় গৃহবধূর স্বামী তুহিন মণ্ডল ক্ষেতলাল থানায় মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত শান্ত ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপর আসামি শান্ত ইসলামের বাবা সাইফুল ইসলাম পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়