শাহজালালে ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় গ্রেপ্তার

আগের সংবাদ

খুলনায় খালেকের হ্যাটট্রিক, বরিশালে খোকন : খুলনায় শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি কম > তালুকদার আবদুল খালেক ১,৫৪,৮২৫ ভোট, আবদুল আউয়াল ৬০,০৫৪ ভোট

পরের সংবাদ

মুহাম্মাদ ফয়জুল করিম : নির্বাচন ক্লিন না হলে আন্দোলন

প্রকাশিত: জুন ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, বরিশাল থেকে : বরিশালের নির্বাচনের দিকে গোটা দুনিয়া তাকিয়ে আছে। কাজেই নির্বাচন যদি কোনো অবস্থায় প্রশ্নবিদ্ধ হয়, ক্লিন না হয় এবং যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আন্দোলনের অবস্থা ভিন্ন দিকে মোড় নেবে। এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
ফয়জুল করিম বলেন, শেষ মুহূর্তে এসে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমাদের কর্মীদের হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। প্রশাসনের অতি উৎসাহীরা এমনটা করছে বলেই মনে হচ্ছে। ভোটের দিন কেন্দ্রে কী করবে সেটা এখন দেখার বিষয়। আমার বিশ্বাস নির্বাচন সুষ্ঠু হবে, ভোটের পরিবেশ হবে শান্তিপূর্ণ। কোনো অবস্থায় অশান্তি অপতৎরতা মেনে নেব না। নগরবাসীকে ভোটকেন্দ্রে এসে নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান জানান এই প্রার্থী। তার মতে, ভোটাররা সুযোগ পেলে এখানে হাতপাখার বিজয় সুনিশ্চিত। তিনি বলেন, অপেক্ষা করুন একটি নিরব ভোট বিপ্লব দেখতে পারবেন। নগরবাসী এবার ইসলামী আন্দোলনের পক্ষে রায় দেবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়