করমণ্ডল এক্সপ্রেস : চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনায় নিহত শতাধিক, বাংলাদেশি যাত্রী থাকার আশঙ্কা

আগের সংবাদ

দেয়াল

পরের সংবাদ

বগুড়ার পীরগাছা বালিকা বিদ্যালয় : গবাদি পশুর মলের দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

প্রকাশিত: জুন ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠঘেঁষে খড়ের স্তূপ এবং গরু ছাগল বেঁধে রেখে পরিবেশ দূষণ করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। গতকাল ওই বালিকা উচ্চ বিদ্যালয়ে সরজমিন গিয়ে চিত্রটি চোখে পড়ে।
শিক্ষার্থী মলি রানী চাকী, টুম্পাসহ আরো অনেকে জানান, আমরা গরু ছাগলের মলের দুর্গন্ধে অতিষ্ঠ ও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষায় এবং খেলার মাঠের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থী, অভিবাবক ও শিক্ষানুরাগীরা।
এ ব্যাপারে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন জানান, বিষয়টি আমাদের আগে কেউ জানায়নি। আপনাদের মাধ্যমে জানতে পেয়ে এখন খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
বগুড়ার পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠঘেঁষে এভাবেই খড়ের পালা দেয়া হয়েছে এবং গরু ছাগল বেঁধে রেখে পরিবেশ দূষণ করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে।
কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষানুরাগীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়