পররাষ্ট্রমন্ত্রী : সোমবার ২৮৫ বিজিপি সদস্যকে ফিরিয়ে নেবে মিয়ানমার

আগের সংবাদ

সাইবার আইনে মামলা : জামালপুরে সাবেক স্বামীকে হত্যার হুমকি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সাইমুম সাব্বির শোভন, জামালপুর থেকে : জামালপুরের মাদারগঞ্জে সাইবার নিরাপত্তা আইনে মামলা করায় সাবেক স্বামীকে গুম ও হত্যার হুমকি দিয়েছেন বেলিনা (৩০) নামে এক নারী। এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন ভুক্তভোগী সাবেক স্বামী মো. খালিদ হাসান (৪০)। গতকাল শনিবার দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলার একটি মিডিয়া হাউজে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বেলিনার সাবেক স্বামী খালিদ। মো. খালিদ হাসান মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পূর্বপাড়া গ্রামের মো. ইসমাইল হোসেনের সন্তান এবং অভিযুক্ত বেলিনা মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামের মো. বেলাল হোসেনের মেয়ে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খালিদ বলেন, প্রেমের পর বেলিনার সঙ্গে বিয়ে হয় তার। ২০২১ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় শারীরিক মেলামেশার সময়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে রাখত বেলিনা। একপর্যায়ে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এরপর আরো টাকা চাইলে তা না দেয়ায় কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় বেলিনা। এ বছরের ফেব্রুয়ারিতে বেলিনা তাকে তালাক দেয়। তালাকের পর ২৬ ফেব্রয়ারি মোবাইলে কল দিয়ে ফের নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখায় এবং টাকা দাবি করে। এরপর তিনি ময়মনসিংহে সাইবার ট্রাইব্যুনাল আদালতে বেলিনা ও তার মা, বাবাকে আসামি করে একটি মামলা করেন। সেই মামলা তুলে নিতে নানাভাবে সে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এতে আমি বাড়ি থেকে বের হতে সাহস পাচ্ছি না। কিছুদিন পর ময়মনসিংহে আমার হাজিরা। সেই হাজিরা দিতে পারব কিনা জানি না। এ ব্যাপারে আমি মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছি। আমি প্রশাসনের সহায়তা চাই। অভিযোগের ব্যাপারে জানার জন্য গত মঙ্গলবার বেলিনার মোবাইলে কল করা হলেও তিনি কল ধরেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়