মহাখালীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আগের সংবাদ

দূষণ আর দখলে জর্জরিত ভৈরব, নষ্ট হচ্ছে সৌন্দর্য

পরের সংবাদ

সাফে ৩৫ সদস্যের দল ঘোষণা বাফুফের

প্রকাশিত: মে ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী মাসের তৃতীয় সপ্তাহে। এই টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেই সঙ্গে বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমের খানকে জাতীয় ফুটবল দলের ম্যানেজার মনোনীত করা হয়।
বাফুফে প্রকাশিত প্রাথমিক দলে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও মেহেদী হাসান শ্রাবণ। প্রাথমিক দলের রক্ষণভাগে রাখা হয়েছে তারিক রায়হান কাজী, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, ইশা ফয়সাল, মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন ও আলমগীর মোল্লাকে। মিডফিল্ডার হিসেবে আছেন, মাশুক মিয়া জনি, সোহেল রানা, সাদউদ্দিন, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাইদ, মোহাম্মদ হৃদয় ও মেহেদি হাসান রয়েল। তাছাড়া দলের আক্রমণভাগ সাজাতে রাখা হয়েছে রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান সজীব এবং শাহরিয়ার ইমনের মতো খেলোয়াড়দের। গত মার্চে সিলেটে অনুষ্ঠিত সিশেলসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছিল এলিটা কিংসলেকে। নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হওয়া কিংসলে আছেন সাফের ৩৫ সদস্যের প্রাথমিক দলে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া এবার বাংলাদেশের জন্য একটু ভিন্ন রকম। কারণ সাফের নারী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাবিনাদের শিরোপা হ্যাভিয়েরকে চাপে রাখছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি চাপ মনে করি না। বরং নারী দলের শিরোপা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করি।’
অপরদিকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাংলাদেশ দলের জন্য পেশাদার ম্যানেজার নিয়োগ দিতে চেয়েছিলেন। আড়াই বছর পেরিয়ে গেলেও পেশাদার ম্যানেজার নিয়োগ হয়নি। গত দুই বছর কমিটির বাইরে থাকা সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেনই জামাল ভূঁইয়াদের ম্যানেজার ছিলেন। এবার ম্যানেজারের দায়িত্ব দেয়া হয় আমের খানকে। কমিটির মধ্য থেকে দায়িত্ব দেয়া প্রসঙ্গে বাফুফে সভাপতি জানান, ‘কমিটির মধ্যে বা বাইরে থেকে করার ব্যাপারে সেই রকম কোনো সিদ্ধান্ত নেই। এখন সামগ্রিক প্রেক্ষিতে কমিটির মধ্যে থেকে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে শুধু সাফের জন্য।’
সাবেক ফুটবলার আমের খান প্রায় দুই দশক ধরে দেশের শীর্ষ ক্লাব ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার। ২০২০ সালের জাতীয় দলের কয়েক সিরিজে তিনি ম্যানেজারের দায়িত্বে ছিলেন। সিনিয়র সাফে এবারই প্রথম দায়িত্ব তার। জাতীয় দলে ম্যানেজারের দায়িত্ব নিয়ে আমের খান বলেন, ‘দলের শৃঙ্খলা শতভাগ বজায় রাখার ব্যাপারে শতভাগ সচেষ্ট থাকব।’ বর্তমানে বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে তেমন আলো ছড়াতে পারছেন না। সর্বশেষ ২০০৯ সালের সাফে তারা সেমিফাইনাল পর্যন্ত উঠতে পেরেছিল। এরপর আর তারা টুর্নামেন্টটিতে ভালো কিছু করতে পারেনি। বর্তমানে তাদের অবস্থা আরো নি¤œগামী। এমন পরিস্থিতিতে জাতীয় দলের ম্যানেজারের পদ চাপ হিসেবে নিচ্ছেন কিনা তা জানতে চাইলে আমেন গণমাধ্যমকে বলেন, ‘আসলে এখানে চাপ অনুভবের কিছু নেই। বাফুফেতে কাজ করতেই এসেছি। আর সব কাজেই কোনো না কোনো চাপ থাকে।’
এছাড়া বাফুফে কাছ থেকে পাওনা অর্থ ফেরত পেয়েছেন সাবেক কোচ জেমি ডে। তার পাওনা সময়মতো পরিশোধ না করায় বাফুফেকে ভালোই ঝামেলায় পড়তে হয়েছে। ফিফার ডেভেলপমেন্ট তহবিল বন্ধের আশঙ্কাও তৈরি হয়েছিল একটা সময়। তবে দেরিতে হলেও জরিমানাসহ জেমি ডের পাওনা পরিশোধ করেছে বাফুফে। ২০২১ সালের সেপ্টেম্বরে মালদ্বীপ সাফের আগে জেমিকে হঠাৎ দায়িত্ব থেকে সরিয়ে দেয় বাফুফে। তখনো তার চুক্তি প্রায় এক বছর বাকি ছিল। কিন্তু সেই এক বছরের বেতন-ভাতা না পেয়ে ফিফায় নালিশ ঠুকে দেন জেমি।
এরপর ফিফা বাফুফেকে জরিমানাসহ গত বছর ডিসেম্বরের মধ্যে জেমির পাওনা পরিশোধ করতে বলেছিল। কিন্তু জরিমানার টাকা অন্য কোনো খাত থেকে দেয়া যাবে না, দিতে হলে ব্যাংক ঋণ নিতে হবে বাফুফে তখন এসব যুক্তিই দিয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়