দুদক চেয়ারম্যান : দুর্নীতি নির্মূলে প্রভাবমুক্ত থেকে কাজ করবে দুদক

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা ভেঙে পড়েছে : আইন ও বিধিমালার পরও সড়ক আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নেই

পরের সংবাদ

টাইগারদের সিরিজ জয়ের মিশন

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা। এর আগে প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের রেকর্ড জয়ের পর দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। শেষ ম্যাচ জিতলেই ঘরের মাটিতে আরো একটি সিরিজ নিজেদের করে নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, সরাসরি সম্প্রচার করবে জিটিভি।
এই সিরিজে প্রথম থেকেই আগ্রাসী ক্রিকেট খেলা শুরু করে টাইগাররা। ফলে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করায় তামিম বাহিনী। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসী টাইগাররা। আজ শেষ ম্যাচে তামিম বাহিনী জয় পেলে আইরিশদের বাংলাওয়াশের (হোয়াইটওয়াশ) স্বাদ দিতে সক্ষম হবে। দশ দিন আগে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে বাংলাওয়াশ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ওয়ানডেতে এখন পর্যন্ত ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে টাইগারদের জয় ৮টিতে, আয়ারল্যান্ডের জয় ২টিতে। বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। গতকাল সংবাদ সম্মেলনে জাতীয় দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সিলেটের পিচের প্রশংসা করে বলেন, ‘এখানকার কিউরেটর খুব ভালো উইকেট বানিয়েছে। এই উইকেটে পেস ও বাউন্স আছে, ফলে পেসাররা ভালো বল করছে। অন্যদিকে রানে ভাসছে ব্যাটাররা। এই সিরিজের ভালো একটা দিক হচ্ছে এসব উইকেটে খেলে কয়েক মাস পর যেখানে সিরিজ খেলতে যাচ্ছি সেখানকার জন্য ভালো প্রস্তুতি হচ্ছে।’
সা¤প্রতিক সময়ে টাইগার ক্রিকেটে বড় ভরসার নাম হয়ে উঠেছেন পেসার ইবাদত হোসেন। লাল বলের পাশাপাশি সা¤প্রতিক সময়ে সাদা বলেও দারুণ ছন্দে আছেন তিনি। এই পেসারের প্রশংসায় গতকাল ডোনাল্ড বলেন, ‘ইবাদত তো কাঁপিয়ে দিচ্ছে! ঠিক এক বছর আগে আমি ওকে যখন দক্ষিণ আফ্রিকায় দেখেছিলাম তখন থেকেই সে প্রভাবিত করে চলেছে। চার-ছয় খেলেও সে প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছে। কখনো কখনো সে ১৪৫-১৪৮ গতিতে বোলিং করছে, আপনি জানবেন এই গতি ম্যাচের কোনো না কোনো অংশে দলের কাজে আসবে। গত ম্যাচেও এটা দেখা গেছে। সে প্রশংসার যোগ্য, সে অ্যাথলেট, কাজ করার জন্য দারুণ একজন। সে সিলেটের রকেট। আমি ওর সঙ্গে কাজ করতে ভালোবাসি। কারণ সে দারুণ প্রতিভাবান। এখন যে অবস্থায় সে আছে, এটা সে অর্জন করে এসেছে। ৩ ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ অংশ। আমি শুধু ওর সঙ্গে না, সবার সঙ্গেই কাজ করছি। বিশেষ করে কৌশলগত বিষয়গুলোর প্রতি বাড়তি মনোযোগ দিচ্ছি। তিন ফরম্যাটেই ম্যাচের বুদ্ধিমত্তা নিয়ে আমরা কাজ করছি, দল হিসেবে এই জায়গায় আমাদের আরো উন্নতি করতে হবে।’
আর আয়ারল্যান্ডের কোচ হেনরিখ মালান ভাবছেন ভিন্ন পরিকল্পনার কথা। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ম্যাচটিকে বিবেচনায় রাখছি যাতে আমরা এক-দুটি নতুন উপায় বের করতে পারি। এছাড়া দ্রুত জুটি ভাঙতে পারি ও প্রতিপক্ষের কিছু খেলোয়াড়কে চাপে রাখতে পারি। এটি ভালো উইকেট ছিল। যতটা প্রভাব ফেলবে বলে আমরা আশা করেছিলাম ততটা হয়নি। এটি এমন কিছু যা আমরা আমরা চিহ্নিত করেছি এবং আমরা সমাধান করার চেষ্টা করব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়