এবার ডিএনসিসির গাড়িচাপায় বাইক চালকের মৃত্যু : মেশিনে পেঁচিয়ে নিহত ১

আগের সংবাদ

আতঙ্কের বসতি পুরান ঢাকা : কেমিক্যাল গোডাউন না সরায় ক্ষোভ, নিমতলীর ১৭ দফা বাস্তবায়ন জরুরি

পরের সংবাদ

ভালো খেলার ব্যাপারে আশাবাদী তপু বর্মণ

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রক্ষণ ভাগের খেলোয়াড় তপু বর্মণ চোটের কারণে প্রায় এক বছর ছিলেন দলের বাইরে। তবে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া তিন জাতি টুর্নামেন্ট উপলক্ষে ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। দলের সঙ্গে এখন সৌদি আরবে অনুশীলনে ব্যস্ত বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। এই টুর্নামেন্ট ভালো খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে ব্রুনাই দারুস সালাম, সিশলেস ও বাংলাদেশের মধ্যকার তিন জাতি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে মদিনায় অনুশীলনে ব্যস্ত জামাল ভূঁইয়ারা। অনুশীলন শেষে ১৭ মার্চ দেশে ফেরার কথা রয়েছে হাভিয়ে ক্যাবরেরার শিষ্যদের। স্কোয়াডে ডাক পাওয়া তপু দেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচে ২০২১ সালের নভেম্বরে। এরপর লিগামেন্টে আঘাত পেয়ে ছিটকে যান জাতীয় দল থেকে। চোট কাটিয়ে বসুন্ধরা কিংসের হয়ে মাঠে ফিরেছেন চলতি মৌসুমে। কিংসে ভালো পারফরম্যান্সের সুবাদে আবারো জায়গা ফিরে পেয়েছেন লাল-সবুজ দলে। মদিনায় অনুশীলনের পর সংবাদমাধ্যমকে তপু বলেন, ‘দীর্ঘ এক বছর পর আমি জাতীয় দলে ফিরেছি। লক্ষ্য ছিল চোট কাটিয়ে ঘরোয়া ফুটবলে ভালো করে জাতীয় দলে ফিরবো। অবশেষে তা পেরেছি। কঠোর পরিশ্রম করলে ফল ভালো হয়। সেটাই পেয়েছি আমি। আশা করছি আমি এটা ধরে রাখতে পারব। সৌদি আরবে এই কন্ডিশনিং ট্রেনিং আমার কাছে মনে হয় আমাদের দেশের ও খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানের সুযোগ-সুবিধা অনেক ভালো। আমরা এখানে কী করছি, আর কী করছি না, এটা অনেক জরুরি বিষয়। সবাই মানসিকভাবে ফুরফুরে মেজাজে আছে। সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করছে।’
জুনে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। যে কারণে এই টুর্নামেন্ট অনেক গুরুত্বপূর্ণ। দুই দেশ শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকলেও ঘরের মাঠে তাদের হারাতে পারলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে লালসবুজের প্রতিনিধিদের। সৌদি আরবে ১৬ মার্চ পর্যন্ত ১০-১১টি অনুশীলন সেশন পাবে ফুটবলাররা। অনুশীলনে পুরো মনোযোগ ধরে রাখতেই বিদেশে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। উষ্ণ আবহাওয়া দলের জন্য অনেক কার্যকারী। সৌদিতে কেমন অনুশীলন হচ্ছে এ ব্যাপারে ধারণা দিয়ে তপু আরো বলেন, ‘আমাদের মাঠের অনুশীলনের পাশাপাশি জিম সেশন ছিল। আমরা প্রায় এক ঘণ্টা দশ মিনিট সেখানে অনুশীলন করেছি। বল নিয়ে অনুশীলন করেছি। আমরা কীভাবে অ্যাটাক করব, আমাদের যে শেপটা থাকে সেটা নিয়ে কাজ করেছি। আমার কাছে মনে হয়, যেভাবে আমরা শুরু করেছি, সেটা যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারি অবশ্যই আমাদের দল ও দেশের জন্য অনেক কার্যকর হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়