আরো এক মামলায় রফিকুল মাদানীর বিচার শুরু

আগের সংবাদ

নাশকতার শঙ্কায় সতর্ক আ.লীগ : ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ ক্ষমতাসীন দলের, ‘পাল্টা কর্মসূচি’তে অস্বস্তি বিএনপির

পরের সংবাদ

মেসিদের সফর নিয়ে নানা কথা

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল দল আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে এই ব্যাপারে বিস্তারিত জানাতে গতকাল সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে এক বিজ্ঞপ্তি দিয়ে অনিবার্য কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করে বাফুফের কর্মকর্তারা। এরপরেই আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে নানা কথা শোনা যাচ্ছে।
বিশ্বকাপজয়ী মেসি-ডি মারিয়ারা বাংলাদেশে আসবে এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর আর্জেন্টাইন শীর্ষ সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এর সাংবাদিক গাস্তোন এদুল দাবি করেন মেসি বাহিনীর বাংলাদেশ সফর নিয়ে কোনো আলোচনাই হয়নি। নিজের ভেরিফাইড টুইটারে তিনি বলেন, ‘জুনে খেলার বিষয় নিয়ে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে কোনো আলোচনাই হয়নি। এএফএ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত না নেয়ার আগ পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা করবেও না। তারা এখন মার্চে তাদের পরবর্তী ম্যাচ খেলা নিয়েই ভাবছে।’
দুপুর আড়াইটার সময় হওয়ার কথা ছিল বাফুফের সংবাদ সম্মেলন। তবে বাফুফে ভবনে নির্বাহী কমিটির কেউ আসেননি। বাফুফের প্রাত্যহিক কাজ করা পেশাদার সাধারণ সম্পাদককেও পাওয়া যায়নি বাফুফে ভবনে। উপস্থিত সাংবাদিকরা ফেডারেশনের বিভিন্ন কর্মকর্তাকে ফোন করলেও সাড়া দেননি। এক ঘণ্টা অপেক্ষায় থাকার পর সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ব্যক্তিগত সচিব মিডিয়ার সামনে আসেন। তারা এসে জানান, সাধারণ সম্পাদক বাফুফের একটি কাজে বাইরে রয়েছেন ফেডারেশনে ফিরতেও পারেন আবার নাও পারেন। সাংবাদিকরা বাফুফে ভবন ত্যাগের পর একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। সেখানে তারা সংবাদ সম্মেলনের বাতিলের কারণ ব্যাখ্যা দেয়নি। প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অবহিত করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, আর্জেন্টিনার বাংলাদেশে আগমন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কাম্য।’
গত পরশু বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, জুনে মেসিদের ঢাকায় এসে ফিফা প্রীতি ম্যাচ খেলা প্রায় চূড়ান্ত। এখন শুধু সফরের শর্তাবলি নিয়ে আলোচনা চলছে। তারপরই দেশের ক্রীড়াঙ্গনে এ নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয়। তবে সংবাদ সম্মেলন বাতিল হওয়ার পর বাফুফে সভাপতি গণমাধ্যমকে বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে চুক্তি সইয়ের আগে বাফুফের পক্ষ থেকে এখন আমরা কিছুই বলব না। কিছু নিয়মকানুন আছে সেগুলো মানতে হবে। চুক্তি হয়ে গেলে দুই পক্ষ যৌথভাবে ঘোষণা দেবে। কাজেই আমি আর কিছু বলব না।
আমরা আমাদের কাজ করছি। কে, কোথায়, কী বলল, সেটা দেখা বিষয় নয় আমাদের। এটা ভিত্তিহীন। এখন এগুলো নিয়ে কে কার সঙ্গে ঝগড়া করতে যাবে। আমি আমার কাজ করছি। চুক্তিটা হয়ে নিক। এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে। আমি মনে করি মেসিদের আসা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়