দুদক মামলা : আদালতে হাজিরা দিলেন আব্বাস দম্পতি

আগের সংবাদ

শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম > সবচেয়ে বেশি বাড়ছে ক্ষুদ্রশিল্পে, মূল্যস্ফীতির ওপর চাপ বাড়বে : বিশেষজ্ঞদের অভিমত

পরের সংবাদ

আরো এক মামলায় রফিকুল মাদানীর বিচার শুরু

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গাজীপুরের বাসন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানীসহ দুজনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। এর ফলে রফিকুলের বিরুদ্ধে আরো এক মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মামলার অপর আসামি হলেন- হাফেজ মাসুম বিল্লাহ। রফিকুল ইসলামের আইনজীবী ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেন বলেন, মাদানীর বিরুদ্ধে মোট ৭টি মামলা করা হয়। এর মধ্যে ৩টি মামলায় জামিন পেয়েছেন তিনি। বাকি ৪টি মামলায় জামিন না হওয়ায় তাকে কারাগারে থাকতে হচ্ছে। ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনার বাড়ি থেকে রফিকুল মাদানীকে আটক করে র‌্যাব। এরপর গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর বাসন থানার উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন এ মামলায় চার্জশিট দাখিল করেন। অন্যদিকে রাজধানীর মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক তিন মামলায় রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গতকাল সাক্ষ্যগ্রহণের দিন ছিল। তবে আদালতে কোনো সাক্ষী হাজির না হওয়ায় আগামী ১ মার্চ দিন ধার্য করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়