‘রেজা বাহিনী’ থেকে রেহাই চান হোটেল ব্যবসায়ী

আগের সংবাদ

২৭ দফাই হবে ভোটের ইশতেহার : বিএনপির ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ ঘষামাজার কাজ চলছে > নেয়া হবে সব স্তরের মানুষের মত

পরের সংবাদ

উজবেকিস্তানকে হাফ ডজন গোলে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ওমানের মাসকাটে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকিতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের যুবারা। টান টান উত্তেজনায় ঠাসা ম্যাচে গতকাল উজবেকিস্তানের বিপক্ষে ৬-১ গোলে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন বাংলাদেশের আমিরুল ইসলাম হ্যাটট্রিক, জয় দুটি ও হাসান একটি করে গোল করেন। এই জয়ের সুবাদে ‘বি’ গ্রুপসেরা হয়েছেন কোচ মামুনুর রশীদের শিষ্যরা। আগামীকাল বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচ খেলবে। সেমিফাইনালে জয়ী হলে পরের দিন ফাইনালে শিরোপার লড়াই করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে প্রথম ম্যাচে হংকংকে ৪-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। গতকাল উজবেকিস্তানের বিপক্ষে শুরুটা ভালো করতে পারেনি মামুনুর রশীদের শিষ্যরা। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষের আব্দুস সালম ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন। বাংলাদেশ গোল হজম করেই ঘুরে দাঁড়ায়। নিজেদের চমৎকারভাবে গুছিয়ে নেন লাল-সবুজের প্রতিনিধিরা। এমনকি দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল দেন আমিরুল ইসলাম। তিনি দুর্দান্ত খেলে ২৫ ও ২৭ মিনিটে দুই পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করেছেন। বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে যায়। এরপর মাঠে নেমে বাংলাদেশের গোলের ক্ষুধা বেড়ে যায়। সেই লক্ষ্যে সফলও হয়েছে তারা। তৃতীয় কোয়ার্টারে আরো দুই গোল করে বাংলাদেশ জয় নিশ্চিত করে। ৩২ মিনিটে হাসান ও ৩৮ মিনিটে জয় গোল করেন। দুটি গোলই আক্রমণ থেকে এসেছে। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি গোল আদায় করে নেয়। ৫১ মিনিটে জয় নিজের দ্বিতীয় গোল করলে বাংলাদেশের স্কোর ৫-১ হয়ে যায়। দুই মিনিট পর আমিরুল পেনাল্টি কর্নার থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলে ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিকে মাত্র ১৫ দিনের অনুশীলন শেষে ওমানে গিয়েছে বাংলাদেশ যুব দল। দলের কোচ মামুনুর রশীদ ওমান যাওয়ার আগে এত অল্প সময়ের প্রস্তুতির পরও চ্যাম্পিয়ন হওয়ার আশা ব্যক্ত করেন। সদ্য শেষ হওয়া জাতীয় যুব হকি থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে এবারের দল। এই দলে সুযোগ পেয়েছেন যুব হকির সেরার পুরস্কার পাওয়া রকিবুল হাসান। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে রকিবুল ও প্রিন্স লালের। আগের দুই ম্যাচে যুবারা প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে। শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বাংলাদেশের যুবারা। লঙ্কানরা বাংলাদেশকে প্রথম সাত মিনিট আটকে রাখতে সক্ষম হয়। মোহাম্মদ জনি পোস্টের আগল খুলে দেয়ার পর হাসান, আমিরুল, আলি, হোসেনরা গোল করতে থাকেন মুড়িমুড়কির মতো। চার কোয়ার্টারের ম্যাচে প্রথম বিরতির আগেই আট গোল করে বড় জয়ের পথে ছুটতে থাকে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আরো পাঁচবার লক্ষ্যভেদে আনন্দে মাতে দল। শেষ কোয়ার্টারে আরো এক গোলে বড় জয় নিশ্চিত হয়। দলের জয়ে ‘ডাবল হ্যাটট্রিক’ উপহার দেন আমিরুল ইসলাম, হ্যাটট্রিক করেন মোহাম্মদ হাসান। সর্বোচ্চ ৫ গোল করেছেন আমিরুল ইসলাম যার মধ্যে ৪টিই পেনাল্টি কর্নারে। ১টি গোল পেনাল্টি স্ট্রোকে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া বিকেএসপির ছাত্র আমিরুলকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ মামুনুর রশীদ।
এবার এএইচএফ কাপে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, হংকং ও উজবেকিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে চীন তাইপে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও স্বাগতিক ওমান। এএইচএফ কাপের সেরা পাঁচ দল খেলবে জুনিয়র এশিয়া কাপে। আর এশিয়া কাপের সেরা তিনটি দল সুযোগ পাবে জুনিয়র বিশ্বকাপ হকিতে খেলার। বাংলাদেশের জাতীয় যুব হকি দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার কথা ছিল ২০২০ সালের জুন মাসে। ঢাকায় হওয়ার কথা ছিল ১০ জাতির জুনিয়র এশিয়া কাপ।
কিন্তু করোনার কারণে সেই টুর্নামেন্ট স্থগিত করে দেয় এশিয়ান হকি ফেডারেশন। অবশেষে প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেল বাংলাদেশ জুনিয়র হকি দল। যদিও বয়সের কারণে আগের দলের বেশির ভাগই খেলতে পারছেন না ওমানের জুনিয়র এএইচএফ কাপে। ওই দল থেকে সুযোগ পেয়েছেন মাত্র তিনজন- গোলরক্ষক নুরুজ্জামান নয়ন, মিডফিল্ডার প্রিন্স লাল সামন্ত ও আবেদ উদ্দিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়