৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদ অধিবেশন

আগের সংবাদ

চ্যালেঞ্জ অনেক, প্রত্যয়ী আ.লীগ : অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা > সরকারের উন্নয়ন তুলে ধরা ও অপপ্রচারের জবাব দেয়া

পরের সংবাদ

সতীর্থদের সম্মানে আবেগাপ্লুত মেসি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আর্জেন্টিনার তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ হাতে নিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের উৎসব শেষ করে কাটিয়েছেন বড়দিন ও নতুন বছরের ছুটি। ছুটি শেষে গত বুধবার পিএসজিতে ফিরেছেন তিনি। সতীর্থরা তাকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিয়েছে। গতকাল রাত ২টায় পিএসজি-শাতোহুর ম্যাচে উপস্থিত থাকলেও মাঠে নামেননি লিও।
গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জেতে মেসিরা। তারপর আর মাঠে নামা হয়নি বিশ্বকাপজয়ী এ খেলোয়াড়ের। ছুটি কাটিয়ে পিএসজিতে এসে ফরাসি ক্লাব পিএসজি থেকে পেয়েছেন সংবর্ধনা। সতীর্থদের সংবর্ধনায় আপ্লæত হয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি পিএসজির সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে তারা যেভাবে স্বাগত জানিয়েছে, যেভাবে বরণ করে নিয়েছে, আমি সত্যিই খুব খুশি হয়েছি।’
পিএসজিতে এসেই খেলার মতো অবস্থায় নেই মেসি। শরীর আর মনকে স্থির করার জন্য নেমেছেন হালকা অনুশীলনে। এটি শেষ করে নামবেন পরিপূর্ণ অনুশীলনে। তাই গতকালের পিএসজি-শাতোহুর ম্যাচে তাকে না নামার পরামর্শ দেন কোচ ক্রিস্তফ গালতিয়ের।
গালতিয়েরের সঙ্গে প্রয়োজনীয় আলাপ সেরেছেন। ঠিক করেছেন কবে থেকে মাঠে নামবেন। তিনি গণমাধ্যমকে জানান, ‘আমি এখন নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করছি। সেই অনুশীলনটা ভালোই হচ্ছে। ছন্দ ফিরে পেয়ে ম্যাচ খেলার অবস্থায় নিজেকে নিয়ে যেতে চাচ্ছি।’
মেসিকে আরো বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন গালতিয়ের। লিগ ওয়ানে ১১ ডিসেম্বর অজির বিপক্ষে তাদের পরের ম্যাচে মেসি খেলবেন বলে আশাবাদী তিনি। শাতোহুর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকে জানান, ‘আগামীকাল সে খেলবে না। তার সঙ্গে আলোচনা করার পর, আমরা চাই সে (অজির বিপক্ষে) পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকুক।’
মেসিকে ছাড়া খেলতে নেমে ২০২৩ সালটা খারাপভাবেই শুরু করেছে পিএসজি। বছরের প্রথম ম্যাচেই লসের কাছে ৩-১ গোলে হেরেছে মেসির ক্লাব। আগের ম্যাচে লাল কার্ড দেখার কারণে সে ম্যাচে নেইমারও খেলতে পারেননি। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে খেললেও পরাজয় ঠেকাতে পারেননি, তিনি এখন ছুটিতে আছেন। সঙ্গে ছুটিতে মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমিও। তাই পিএসজির এই মুহূর্তে মেসিকে দ্রুতই দরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়