উকিল আবদুস সাত্তারকে বহিষ্কার করেছে বিএনপি

আগের সংবাদ

মন্দা মোকাবিলায় দুই চ্যালেঞ্জ : ডলারের দাম যৌক্তিক জায়গায় রাখা > মূল্যস্ফীতি কমিয়ে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা

পরের সংবাদ

সাভার ল্যাবরেটরি কলেজ : ভবন নির্মাণকাজ বন্ধে পৌরসভার নোটিস

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সাভার ল্যাবরেটরি কলেজ ভবনের নির্মাণ নিয়ে সমালোচনা ও বিতর্কের খবর ভোরের কাগজে প্রকাশিত হওয়ার পরে তা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সাভার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের গেন্ডা মহল্লায় অবস্থিত নির্মাণাধীন ভবনটির কাজ বন্ধ করার জন্য পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি গতকাল সোমবার দুপুরে একটি চিঠি জারি করেন।
চিঠিতে নকশার সমস্ত কাগজ নিয়ে কলেজ কর্তৃপক্ষকে পৌরসভায় যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া পৌরসভার একজন প্রকৌশলীকে ৫ কর্ম দিবসের মধ্যে সরজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি জানান, নকশা বহির্ভূতভাবে বিল্ডিং কোড না মেনে এই বহুতল ভবনটি নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ভবন নির্মাণকাজ বন্ধ করতে বলা হয়েছে। বাণিজ্যিক এই ভবনের চারপাশে ১০ ফিট করে জমি ছাড়ার কথা থাকলেও তারা একটুও ছাড়েনি।
পৌরসভার প্রধান প্রকৌশলী শরিফুল ইমাম বলেন, সাততলা অনুমোদন নিয়ে ভবনটির নির্মাণকাজে শুরু থেকেই অনিয়ম করা হয়েছে। দুই পাশের ভবন মালিকরা এতে ক্ষতিগ্রস্ত। নকশা বহির্ভূত বাড়তি অংশ ভেঙে ফেলা হবে প্রয়োজনে।
পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান খান মুরাদ বলেন, ওই ভবনের জমি নিয়েও সমস্যা রয়েছে। কোন রকম নকশা না মেনে তারা কাজ করছে। রাস্তায় মালামাল রেখে লোকজনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলছে, নিয়ম না মেনে এই ভবন নির্মাণ হচ্ছে। একাধিকবার নোটিস দেয়া হলেও তারা জবাব দেয়নি। সাভার ল্যাবরেটরি কলেজ ভবন নামের এই ভবনের নির্মাণ কাজের শুরুতেই দুইপাশের দুটি বাড়ির দেয়ালের ব্যাপক ক্ষতি করা হয়েছে। নকশা অনুযায়ী চারপাশে কোথাও এক চুল পরিমাণ জায়গাও ছাড়া হয়নি। বরং সুয়ারেজ লাইন করা হয়েছে একেবারেই সড়কে লাগিয়ে। বৈদ্যুতিক ট্রান্সফরমার ও খুঁটিও আছে ঝুঁকিতে। ব্যস্ততম সড়কের উপরে বালু, ইট ও রড রেখে যানবাহন এবং জনসাধারণ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
রাজউকের ইন্সপেক্টর মাসুদ আহমেদ গতকাল সোমবার জানিয়েছেন, সমস্ত প্রক্রিয়া শেষ করে ভবনের নকশা বহির্ভূত অংশ প্রয়োজনে ভেঙে ফেলা হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এজন্য কাজ শুরু করেছে। অবশ্য স্থানীয়রা দাবি করেছেন, তারা অনিয়ম নিয়ে বিভিন্ন পর্যায়ে বারবার প্রতিবাদ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না। অপরদিকে, স্থানীয় আব্দুল করিম নামের এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে পৌরসভা কর্তৃপক্ষ ভবনের নির্মাণকাজ বন্ধের জন্য নোটিস দিয়েছে।
এর আগে রাজউক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশকে চিঠি দিয়েছে। তবে পুলিশ না নিয়ে তা কৌশলে এড়িয়ে গেছে। আবার আদেশ পেয়েও নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তবে তারা ওই ভবনের জন্য নতুন করে আবেদিত কোনো সংযোগ দিচ্ছে না। অন্যদিকে আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলায় বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা।
গত দুই মাস ধরে রাত দিন পর্যায়ক্রমে এই ভবন নির্মাণ কাজ চলছে। ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে সাভার ল্যাবরেটরি কলেজের প্রিন্সিপাল জাহাঙ্গীর আলমের দাবি- তারা পৌরসভার নকশা অনুযায়ী কাজ করছেন। তবে নির্মাণ সামগ্রী রাখায় কিছু সমস্যা হয়েছে।
আশপাশের যাদের দেয়াল ভেঙেছে সেগুলো করে দেয়া হয়েছে। যদিও সরজমিনে তার কথার কোনো সত্যতা মেলেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়