বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন আর নেই

আগের সংবাদ

দেশজুড়ে জেঁকে বসেছে শীত : উত্তররাঞ্চলের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ > জনজীবন বিপর্যস্ত > বাড়ছে ঠাণ্ডাজনিত রোগবালাই

পরের সংবাদ

যুদ্ধের কারণে বই সংকট : মো. জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ইতোমধ্যে সব স্কুলে নতুন বই পৌঁছে গেছে। কয়েকটি কারণে হয়তো কিছু বই কম থাকতে পারে। এবারের ‘বই সংকটের’ কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে কাগজ সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে সঠিক সময়ে পূর্ণাঙ্গ বই প্রেসগুলো দিতে পারেনি। প্রায় ৮০ ভাগ বই আমাদের দিয়েছে। আমরা এ মাসের মধ্যে সারা বাংলাদেশে শতভাগ বই দিতে পারব। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বই

উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিশুদের ‘স্মার্ট নাগরিক’ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে ২০১০ সাল থেকে বছরের প্রথম দিনে বিন্যামূল্যে এ বই বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হব। সেই স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের এই প্রাথমিকের শিক্ষার্থীরা। আমি আশা করব, আমাদের শিক্ষক ও অভিভাবকরা সুন্দর মনে শিশুদের সঠিক পড়ালেখার মাধ্যমে গড়ে তুলবেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। প্রাথমিক শিক্ষাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। সেই প্রাথমিক শিক্ষাকে আমাদের আরো উন্নত করতে হবে, মানসম্মত করতে হবে। আমাদের সন্তানদের ওইভাবে মানুষ করে দেশের জন্য কাজে লাগাতে হবে। ২০২৩ শিক্ষাবর্ষে, প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক স্তরে ২ দশমিক ১৯ কোটির বেশি শিক্ষার্থীর মধ্যে ৯ দশমিক ৬৬ কোটিরও বেশি বই বিতরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়