জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

সুখবর পেলেন মোস্তাফিজ

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সম্প্রতি বল হাতে ক্রিকেট মাঠে সময়টা ভালো কাটছে না মোস্তাফিজুর রহমানের। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে তিন উইকেট নিলেও ইকোনমি রেটে ছিলেন এগিয়ে। তাই দিল্লি থেকে সুখবর পেলেন মোস্তাফিজ। এবার আসন্ন আইপিএলে বাংলাদেশি তারকা পেসারকে দলে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছিল দিল্লি। আইপিএলের মঞ্চে বাঁ-হাতি এই পেসার দুর্দান্ত পারফর্ম করেন। আট ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৭.৬২ ইকোনমিতে শিকার করেন ৮ উইকেট। তবে মোস্তাফিজকে ধরে রাখলেও দিল্লি ছেড়ে দিয়েছে শার্দুল ঠাকুর, টিম শেইফার্ট, মানদ্বীপ সিং, শ্রীকর ভরতের মতো ক্রিকেটারকে। আর দলে রেখেছে অধিনায়ক রিশাভ পান্ত, রভম্যান পাওয়েল, অ্যানরিচ নরকিয়া, লুঙ্গি এনগিদি, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শের মতো তারকাদের।
এদিকে আইপিএলে মোস্তাফিজ খেলার সুযোগ পেয়েই দাপট দেখান। ২০১৬ সালে ১ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম আসরেই সাড়া জাগানো পারফমেন্স করেন মোস্তাফিজ। তার দুর্দান্ত বোলিং নৈপুন্যের সুবাদে হায়দরাবাদও জেতে শিরোপা। কিন্তু পরের বছর বিবর্ণ পারফরমেন্সে ২০১৮ সালে মোস্তাফিজকে ছেড়ে দেয় হায়দরাবাদ। ২ কোটি রুপিতে ২০১৮ আইপিএলে মোস্তাফিজকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৯ সালে মোস্তাফিজকে আইপিএলে খেলতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২০ আইপিএল নিলামে অবিক্রিত থাকেন টাইগার পেসার। পরে অবশ্য মোস্তাফিজকে দলে ভেড়াতে চেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি চলায় আইপিএলের ত্রয়োদশ আসরে খেলা হয়নি মোস্তাফিজের। পরে স্থগিত হয়ে যায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। আইপিএলে খেলার সুযোগ হারান মোস্তাফিজও।

আইপিএলে এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে মোস্তাফিজর ৪৬ উইকেট শিকার করেছেন। ১৬ রানে ৩ উইকেট আইপিএলে তার সেরা বোলিং ফিগার। এবার আইপিএলে দিল্লি জার্সি গায়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ এমনটাই প্রত্যাশা ভক্তদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়