শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে নি¤œচাপ : মঙ্গলবার আঘাত হানতে পারে ‘সিত্রাং’

আগের সংবাদ

সিত্রাংয়ের ভয়াবহ ছোবল ১৩ জেলায় : ভোলা ও নড়াইলে ৩ জনের মৃত্যু > তিন বিমানবন্দরে কার্যক্রম বন্ধ > ২৫ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে > তদারকি করছেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ভারতের রোমাঞ্চকর জয় : মেলবোর্নে বিরাট ঝড়ে লণ্ডভণ্ড পাকিস্তান

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে গতকাল জয় পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা। বিরাট কোহলির মহাকাব্যিক ৮২ রানের ইনিংসে ভর করে চিরপ্রতিদ্ব›দ্বী পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। দিনের অপর ম্যাচে দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ভারতকে সাফল্য এনে দেন বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে লেগ বিফোর আউট করেন আর্শদীপ। ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৬০ রান। দ্রুত গতিতে শেষ ১০ ওভারে ৯৯ রান তোলে পাকিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাবর আজমের নেতৃত্বাধীন দলটি। বল হাতে ভারতের আর্শদীপ ৩২ রানে ও পান্ডিয়া ৩০ রানে ৩টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৬০ রানের টার্গেটে খেলতে নেমেই পাকিস্তানের পেসারদের তোপের মুখে পড়ে ভারত। দ্বিতীয় ওভারে ভারতের ওপেনার লোকেশ রাহুলকে বোল্ড করেন পেসার নাসিম শাহ। চতুর্থ ওভারে পেসার হারিস রউফের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন অধিনায়ক রোহিত। পাওয়ার-প্লেতে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে মহাচাপে পড়ে ভারত। এ অবস্থায় ব্যাটিং প্রমোশন পেয়ে পিঞ্চ হিটার হিসেবে উইকেটে আসেন বল হাতে এক ওভারে ২১ রান দেয়া প্যাটেল। কিন্তু কোহলির সাথে ভুল বোঝাবুঝিতে সপ্তম ওভারের প্রথম বলে রান আউটের ফাঁদে পড়েন ২ রান করা প্যাটেল।
শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ১৬ রানে। শেষ ২ বলে ২ রান দরকার পড়ে টিম ইন্ডিয়ার। পঞ্চম বলে কার্তিক আউট হন। শেষ বলে ওয়াইড দিলে ১ বলে ১ রান দরকার পড়ে। শেষ ডেলিভারিতে ১ রান নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন অশ্বিন। পান্ডিয়া ৩৭ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন। ৬টি চার ও ৪টি ছক্কায় ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন কোহলি। ৪৩ বলে টি-টোয়েন্টিতে ৩৪তম হাফ-সেঞ্চুরি করা কোহলি ম্যাচসেরা নির্বাচিত হন। পাকিস্তানের রউফ ৩৬ রানে ও নাওয়াজ ৪২ রানে ২টি করে উইকেট নেন।
অন্যদিকে দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ৪২ বলে ৪৫ ও পল স্টারলিং ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। জর্জ ডকরেল ১৪ ও লরকান টাকার ১০ রান করেন।
এছাড়া আর কোনো আইরিশ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেস থিকসানা দুটি করে উইকেট পান। বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা ও চামিকা করুণারতেœর শিকার একটি করে উইকেট।
১২৯ রানের সহজ লক্ষ্যে রান তাড়া করতে নেমে নবম ওভারে দলীয় ৬৩ রানে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি করেন ২৫ বলে ৩১। এরপর অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। ৪৩ বলে ৬৮ রানের হার না মানা ইনিংস খেলেন কুশল মেন্ডিস। ৩১ রানে অপরাজিত থাকেন আসালাঙ্কা। ৪৩ বলে অপরাজিত ৬৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কুশল মেন্ডিস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়