শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে নি¤œচাপ : মঙ্গলবার আঘাত হানতে পারে ‘সিত্রাং’

আগের সংবাদ

সিত্রাংয়ের ভয়াবহ ছোবল ১৩ জেলায় : ভোলা ও নড়াইলে ৩ জনের মৃত্যু > তিন বিমানবন্দরে কার্যক্রম বন্ধ > ২৫ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে > তদারকি করছেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

নেদারল্যান্ডের বিপক্ষে জয়ে শুরুর হাতছানি টাইগারদের

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের পরিসংখ্যান ভালো না। ৩৩ ম্যাচে অংশ নিয়ে জিতেছে মাত্র ৭ ম্যাচে। আজ বিশ্বকাপে সুপার টুয়েলভে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে শুরু করার হাতছানি সাকিব বাহিনীর। আমার দৃষ্টিতে এ ম্যাচ লাল-সবুজের প্রতিনিধিদের জন্য ঘুরে দাঁড়ানোর মিশন। এ ম্যাচে ওপেনিং, মিডল অর্ডার এবং বোলারদের পরীক্ষার করার সুযোগ রয়েছে। নেদারল্যান্ডসকে হারাতে পারলে এ বিশ্বকাপে আরো দুই-তিনটি ম্যাচ জেতার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশ দলের। ওপেনিংয়ে শান্ত-সৌম্য কিংবা লিটন যেই নামুক না কেন ৬ ওভারে ৪৫ রান সংগ্রহ করতে হবে তাদের। উইকেট বিসর্জন দেয়া যাবে না। লিটন কুমার দাস ওপেনিংয়ে নামুক আর তিন নম্বারে নামুক তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। অধিনায়ক সাকিব আল হাসান এবং লিটন দাসকে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমরা ত্রিদেশীয় সিরিজে লিটন এবং সাকিবকে ছন্দে দেখেছি। আজ ডাচদের বিপক্ষে এ দুই ব্যাটারকে বিরাট কোহলির মতো দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। পাকিস্তানের বিপক্ষে বিরাট যেভাবে সাবলীল ব্যাট করছে আজকের ম্যাচে লিটন এবং সাকিব তা করতে পারলে বাংলাদেশের জয় কেউ আটকাতে পারবে না। মিডল আর্ডারে আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির রাব্বীকেও ভালো ব্যাট করতে হবে।
শুধু ব্যাটারকে নয় বোলারদের ও ভালো বল করতে হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে পেসার মোস্তাফিজকে একাদশে রাখা উচিত। ডাচরা ফিজের বল খেলেনি। এ ম্যাচের মধ্য দিয়ে হয়তো রিদম (ছন্দ) ফিরে পেতে পারেন মোস্তাফিজ। তাসকিন, মোস্তাফিজ ও হাসান মাহমুদকে নিয়ে পেস আক্রমণ শানালে ডাচরা বেশি রান তুলতে পারবে না। সাকিব আল হাসানের সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব সামলাতে মিরাজ কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে রাখা যেতে পারে। নেদারল্যান্ডসকে হাল্কাভাবে নেয়া উচিত হবে না। দল হিসেবে ওরা খারাপ নয়। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ২টিতে হারলেও একটিতে জয় পেয়েছে ডাচরা।
ভারত-পাকিস্তান ম্যাচে বাবর আজম শেষ ওভারে স্পিনার ব্যবহার করে ভুল করেছেন। বাংলাদেশ অধিনায়ক সাকিবকে বোলার ব্যবহারে মুন্সিয়ানার পরিচয় দিতে হবে। পাকিস্তান ভারতের বিপক্ষে হেরেছে মুলত শেষ ওভারে স্পিনার ব্যবহার করে। আমার মতে ভারত-পাকিস্তান ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল শেষ ওভার। শেষ ওভারে পাকিস্তান যদি পেসার ব্যবহার করত তা হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়