শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে নি¤œচাপ : মঙ্গলবার আঘাত হানতে পারে ‘সিত্রাং’

আগের সংবাদ

সিত্রাংয়ের ভয়াবহ ছোবল ১৩ জেলায় : ভোলা ও নড়াইলে ৩ জনের মৃত্যু > তিন বিমানবন্দরে কার্যক্রম বন্ধ > ২৫ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে > তদারকি করছেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি : হাসপাতালে ভর্তি হাজারের বেশি রোগী

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চলতি বছর ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো হাজারের বেশি ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল রবিবার ঢাকা ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে এসব রোগী ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। আর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। রোগী বাড়লে কোভিডের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীর জন্য নির্ধারণ করে দেয়ার কথা সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল। সেই অনুযায়ী, মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে শুরু হয়েছে ডেঙ্গুরোগী ভর্তি। অন্য সরকারি হাসপাতালে বেড সংকট দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুরোগীদের জন্য সাধারণ ওয়ার্ডে ৬০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া থাকছে ১৭ বেডের আইসিইউ ইউনিট। চাহিদা অনুযায়ী, বেড আরো বাড়ানো হবে। চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের গতকাল রবিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১ জনের। গত শনিবার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৯২২ জন আর মৃত্যু হয়েছিল ২ জনের। চলতি বছর একদিনে সবচেয়ে বেশি ৮ জনের মৃত্যু হয় গত ১৩ অক্টোবর।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভর্তি ১ হাজার ৩৪ জন রোগীর মধ্যে ৫৮৯ জন ঢাকার এবং ৪৪৫ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ৩ হাজার ৪৯২ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ২৮৬ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ১ হাজার ২০৬ জন ভর্তি আছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১ হাজার ৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৫৪৮ জন। এই জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছে ১১৩ জন। মাসভিত্তিক হিসাব অনুযায়ী জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুন মাসে ৭৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ১ জনের। জুলাই মাসে রোগী ছিল ১ হাজার ৫৭১ জন আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। আগস্টে রোগী ছিল ৩ হাজার ৫২১ আর ১১ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরে রোগী ছিল ৯ হাজার ৯১১ জন, মৃত্যু হয় ৩৪ জনের। আর ২৩ অক্টোবর (সকাল ৮টা পর্যন্ত) রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৭১ জন আর ৫৮ জনের মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়