উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

বিদ্যুৎ বিচ্ছিন্ন মোমবাতিরও সংকট

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট অফিস : প্রবল বন্যায় অন্ধকারে সিলেট এবং সুনামগঞ্জ। দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে গত বৃহস্পতিবার। বিদ্যুতের অভাবে সন্ধ্যার পর থেকেই বন্যাদুর্গত এলাকায় নেমে আসে অন্ধকার। আর এই অন্ধকারে একটু আলোর জন্য মোমবাতিই ভরসা। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেই মোমবাতিরও সংকট দেখা দিয়েছে।
এদিকে সিলেটের কিছু এলাকায় গত শুক্রবার বেলা সাড়ে ১১টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে আরো সংকেট পড়েছে বিভিন্ন এলাকার মানুষ। বিভিন্ন এলাকায় ঘুরে মোমবাতি ও দেশলাই সংগ্রহ করেছে অনেকে। গত শুক্রবার রাতে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় মোমবাতি কিনতে এসেছিলেন নগরের ঘাসিটুলা এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন। তিনি এবং তার স্বামী বেশ কয়েকটি মুদিদোকানে মোমবাতির খোঁজ করলেও না পেয়ে অবশেষে রিকাবীবাজারে এসেছেন বলে জানান।
রিকাবীবাজার এলাকার আল মক্কা স্টোর নামের মুদিদোকানের ব্যবসায়ী মো. জসিম আহমদ বলেন, এখন মোমবাতি ও দেশলাইয়ের চাহিদা বেড়ে গেছে। অনেকে দুই থেকে তিন প্যাকেট করে মোমবাতি কিনে নিয়ে যাচ্ছেন। তবে দাম বাড়েনি বলে জানান তিনি।
নগরের দারগাহ গেট এলাকা থেকে দুটি মোমবাতির প্যাকেট কিনেছেন শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা সাব্বির আলম। তিনি বলেন, ‘শাহজালাল উপশহরের প্রায় সব কটি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। সোবহানীঘাটসহ বিভিন্ন এলাকায় ঘুরেও মোমবাতি পাইনি। অবশেষে হযরত শাহজালাল (রহ.) মাজারের পাশে এসে মোমবাতি পেয়েছি।’
তিনি বলেন, ‘উপশহর এলাকায় যেদিন থেকে পানি প্রবেশ শুরু করে, সেদিন এক প্যাকেট মোমবাতি কিনেছিলাম। সেটি দিয়ে দুই দিন চলেছে। তবে গত বৃহস্পতিবার রাতে গিয়ে মোমবাতি পাইনি। পরে কোনো রকমে রাত কাটিয়ে গত শুক্রবার পার্শ্ববর্তী বাসা থেকে দুটি মোমবাতি সংগ্রহ করেছি। পরে আজ (গতকাল) শনিবারে মোমবাতি খুঁজতে বের হয়েছি। তিনি আরো বলেন, ‘বাসার সবাইকে নিরাপদ আশ্রয়ের জন্য স্বজনের বাসায় পাঠিয়েছি। বাসায় মালামাল পাহারা দেয়ার জন্য আমি অবস্থান করি। বিদ্যুৎ না থাকায় রাতে মোমবাতি জ্বালিয়ে থাকতে হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়