সংসদে আলোচনা : ‘ছয় দফা ছিল স্বাধীনতার সিঁড়ি’

আগের সংবাদ

ছয় লক্ষ্য অর্জনের সক্ষমতা নিয়ে প্রশ্ন : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ব্যয়ের বাজেট, সর্বোচ্চ ঘাটতির দিক থেকেও নতুন মাইলফলক > বাজেট ২০২২-২৩

পরের সংবাদ

করোনা পরিস্থিতি : শনাক্তের হার ও রোগী ফের বাড়ছে

প্রকাশিত: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাসে সংক্রমিত রোগী এবং শনাক্তের হার দুই-ই বেড়েছে। গত ২ দিন ধরেই শনাক্ত হচ্ছে অর্ধশতকের বেশি রোগী। গতকাল বুধবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য হলেও শনাক্ত রোগীর সংখ্যা ৫৮ জন। ৮৭৯টি পরীক্ষাগারে ৪ হাজার ৯০১টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৪ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। মোট শনাক্ত ৫৮ জনের মধ্যে ৫৪ জনই ঢাকা বিভাগের ঢাকা (মহানগরসহ) জেলার।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার করোনায় কারো মৃত্যু হয়নি। ৪ হাজার ৭৩৮টি নমুনা পরীক্ষায় সংক্রমণের উপস্থিতি মিলেছে ৫৪টিতে। শনাক্তের হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ। মৃত্যুশূন্য সোমবার ৪ হাজার ৩২৮টি নমুনা পরীক্ষায় সংক্রমণের উপস্থিতি মিলেছিল ৪৩টিতে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল দশমিক ৯৯ শতাংশ। রবিবারও করোনায় দৈনিক মৃত্যু ছিল শূন্যের কোটায়। ৪ হাজার ৩১৭টি নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ৩৪ জন। শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশ।
সরকারি হিসাব অনুযায়ী দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬০ হাজার ৩৬৪টি। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮১২ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৭৭১ জন। আর মোট প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়