করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেইজিংয়ে ফের স্কুল বন্ধ

আগের সংবাদ

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ১৯ দফা নির্দেশনা : ঝুঁকি মোকাবিলায় নজরদারিতে চাকরিচ্যুত পুলিশরা

পরের সংবাদ

মহাকাব্য

প্রকাশিত: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জীবন, অমোচনীয় কালিতে লেখা এক মহাকাব্য।
নাটকের রঙ্গমঞ্চে কুশীলব তারা সব,
ছদ্মবেশে বহুরূপে করে যায় কলরব।
দিয়ে যায় যন্ত্রণা, করে যায় বঞ্চনা,
আর্তিরা মাথা কুটে করে শুধু বন্দনা।

জীবন যে এক অচিন্ত্যনীয় মহাকাব্য।

আগা গোড়া মোড়ানো এক চির রহস্য,
নব নব রূপে হয়ে থাকে শুধুই নমস্য।
ছুটে চলা পথ তার নয়কো মোটেই মসৃণ,
হারিয়ে দিশা মাঝে মাঝে, হয়ে যায় মলিন,
পথের পাশের ফুলের মতো হারিয়ে যায় দিন,
অচিন বৃক্ষের কাছে আবার রয়ে যায় ঋণ।

জীবন যে এক দুর্দমনীয় মহাকাব্য,
নিয়তির হাতেই সে সর্বদা ধর্তব্য।
কে কি চায় আর কে কি যে পায়,
তা তো একমাত্র ঈশ্বরই জানে হায় !

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়