করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেইজিংয়ে ফের স্কুল বন্ধ

আগের সংবাদ

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ১৯ দফা নির্দেশনা : ঝুঁকি মোকাবিলায় নজরদারিতে চাকরিচ্যুত পুলিশরা

পরের সংবাদ

অনাদি সূর্যস্নান

প্রকাশিত: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রিয়তমা,
তুমি জানতে আদিম প্রভাতে নিষিদ্ধ গন্ধম খেয়ে
হয়েছিলো যাত্রা শুরু
সেই থেকে দুর্বার অমোঘ আকর্ষণে উষ্ণতা সন্ধানী
দেহের আঁধারে আলোকিত হয়ে বদলে যায় বিভাজন।

উদীয়মান সূর্য, নক্ষত্রের আলোকস্নানে স্বপ্ন বুনে প্রণয়ের ইতিহাস মাইনবিদ্ধ দুয়ারে সমর্পিত মনো
জগতের মানচিত্রে ভালোবাসার সুন্দর রূপান্তর
জীবনের ভিতর জীবন ইচ্ছের ডালপালা দীপ্তমান
হয়ে উঠেছিল।
তুমি কি শুনছো- শুনতে পাও প্রিয়তমা…?
তোমার আকাক্সক্ষার ভিতর শরৎস্নানে ডুবে যাবার
জন্যই আমাদের জন্ম।
যে তুমি বিশ্বভ্রমাণ্ডকে ধারণ করেছো সৃষ্টির অপার
রহস্যে
আজ কেন কথার বর্ষণে আহত করে, কতোটা দূরে
সরে গেছো।
জানো না এই বৃষ্টির স্বচ্ছ জল পোশাকে জীবনের নোঙর, বাতাসে উড়ে যেত দিশাহীন আবেগের
মৌনতার দিগন্তে।
কখনো আত্মার গুঞ্জনে, গোলাপের বাথানে সেই আত্মায় হারিয়ে, যেতে, যেতে জ্বলে উঠতাম উষ্ণতার
ওমে ঐ-অতল কালো চোখের শাশ্বত তৃষ্ণার লাবণ্যে
গ্রীষ্ম শরীরে ফুরফুরে বিজনের পাখায় রাতশয্যায়
ভেসে যেতাম স্বপ্নাতুর অলীক শিবিরে।

প্রিয়তমা অধরা
আজ কেন এতোটা দূরে প্রার্থিব সম্পর্কের সকল স্মৃতি
ছিন্ন করে মেঘে ঢেকে আছো অনাদি সূর্যস্নান ভুলে।
আজও এই, পৃথিবীর সর্পিল আঁকাবাঁকা মরুবালুচরে
আরাফার ময়দানে ভাঙ্গাচোরা ইতিহাস কাঁদে
তীব্রদহনে।
খেজুর ফুলে ভুল রাতনামে ভেবে জেগে থাকো দগ্ধরাতের মতন নির্জীব নিঝুমতায়।

বারবার ফিরে আসতে যে হয় গন্ধম অভিশাপে।
আর একটিবার জেগে ওঠো স্বর্গের হাওয়া
অভিমান ভুলে এই মাহেন্দ্রক্ষণে ছুঁয়ে যেতে চাই নিদারুণ সেই অপার নিঃশ্বাসে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়