তথ্যমন্ত্রী : টিআইয়ের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যে

আগের সংবাদ

নীরব মহামারি অসংক্রামক রোগ

পরের সংবাদ

সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে : আসিফ নজরুল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ আইনটি কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না। আগে যেভাবে সার্চ কমিটি গঠন করা হতো, সেভাবেই সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হবে। আইনি আবরণটুকু দেয়া হয়েছে মাত্র। এখানে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। নির্বাচন কনস্টিটিউশনগুলো সম্পর্কে জনগণকে জানানোর কথা, কিন্তু আমাদের এখানে সেভাবে সংস্কৃতি গড়ে ওঠেনি। বর্তমানে কার্যকর বিরোধী দল নেই। এটি একটি সমস্যা। হুদা কমিশন একটি প্রস্তাব দিয়েছিল- সার্চ কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ থাকবে। কিন্তু শক্তিশালী বিরোধী দল না থাকায় সুজন (সুশাসনের জন্য নাগরিক) সার্চ কমিটিতে ৩টি দলের নাম প্রস্তাব করেছিল। এসব কার্যকর হয়নি। প্রয়োজন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। কিন্তু নাম পরিবর্তন করে সবার মতামতে ও অংশগ্রহণে অন্য কোনো ফরমেটে জাতীয় সরকারের আদলে নির্দলীয় সরকার গঠন করা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়