রাশিয়ার একাতেরিনবার্গে ভেজাল মদপানে মৃত্যু ১৮

আগের সংবাদ

মরুর বুকে গতির ঝড় অব্যাহত

পরের সংবাদ

সহজেই জিতল শ্রীলঙ্কা

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৯, ২০২১ , ১:৪৭ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপে গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে গতকাল আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ম্যাচে টসে জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাট করে মাত্র ৯৬ রান করতে সমর্থ হয় আফ্রিকার দেশটি। এই রান ৩ উইকেট হারিয়ে টপকে যায় লঙ্কানরা। তারা ১৩.৩ ওভারে ১০০ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে। ম্যাচে নামিবিয়ার দেয়া ছোট লক্ষ্য পার করতে প্রথমে হোঁচট খায় ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। তবে পরবর্তীতে ম্যাচটি সহজেই জিতে নেয় তারা। নামিবিয়ার তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন লঙ্কান বোলার মাহেশ থাকসেনা।
৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানেই ওপেনার পাথুম নিশাকাকে বার্নাড স্কোলজের বলে হারায় লঙ্কানরা। তিনি ৬ বল খেলে ৫ রান করতে সমর্থ হন। এরপর আরেক ওপেনার কুশাল পেরেরা দলীয় ১৮ ও ব্যক্তিগত ১১ রানে ফেরেন। তাকে ক্যাচ আউট করেন রুবেন ট্রাম্পপেলমেন। এ সময় একটু চাপে পরে তারা। দলীয় ২৬ রানে ও ব্যক্তিগত ৫ রানে দিনেশ চান্দিমাল জে স্মিটের বলে ক্যাচ আউট হয়ে ফিরলে চাপটা আরো বাড়ে। কিন্তু এরপর ক্রিজে আসা আভিশকা ফার্নান্দো ২৮ বলে ৩০ ও ভানুকা রাজাপক্ষ ২৭ বলে ৪২ রান করে দলকে বড় ব্যবধানের সহজ জয় এনে দেন।
এদিকে এর আগে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা নামিবিয়ার হয়ে দুই অঙ্কের ঘর ছুঁতে সমর্থ হন মাত্র তিনজন ব্যাটসম্যান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করে ক্রেইগ উইলিয়ামস। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন জেরহার্ড এরাসমুস। আর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘর ছুঁতে সমর্থ হন জে স্মিথ। তিনি করেন ১২ রান। অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন মাহেশ থাকসেনা। দুটি করে উইকেট পান লাহিরু কুমারা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
শ্রীলঙ্কার বিপক্ষে নামিবিয়া খুব বেশি দূর আগাতে পারবে না, এটি বলা হয়েছিল দুই দল মাঠে নামার আগেই। তবে আশা বলে একটা কথা আছে। সেই ভালো করার আশা নিয়েই লঙ্কানদের মোকাবেলা করতে নামে মধ্য আফ্রিকার দেশটি। কিন্তু তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া লঙ্কানদের বিপক্ষে কোনো প্রতিরোধ গড়তে পারেনি নামিবিয়া। এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা দল বানিয়েছে বোলিংনির্ভর। আর প্রথম ম্যাচে তাদের বোলাররা নিজেদের কাজটি বেশ ভালোভাবেই সেরেছে।
নামিবিয়ার হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন স্টেফান বার্ড ও জেন গ্রিন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ রান পূর্ণ করতে ৪ রান করতে হবে এমন পরিসংখ্যান নিয়ে খেলতে নেমে ওপেনার বার্ড ১১ বল খেলে ৭ রান করে আউট হন। তাকে আউট করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শুরুতেই চাপে পড়ে যাওয়া নামিবিয়া লঙ্কান বোলারদের ওপর কিছুতেই কর্তৃত্ব স্থাপন করতে পারেনি। দলীয় ২৯ রানের মাথায় অন্য ওপেনার জেন গ্রিন মাহেলা থিকসেনার বলে ক্যাচ আউট হন। নামিবিয়া পাওয়ার প্লেতে মাত্র ৩০ রান করতে সমর্থ হয়। শুরু থেকেই ব্যাটিংয়ে ধুঁকতে থাকা দেশটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। যদিও তিন ও চার নাম্বারে ব্যাট করতে নামা ক্রেইগ উইলিয়ামস ও জেরহার্ড এরাসমুস মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তারা শুধু উইকেট বাঁচিয়ে রাখতেই সমর্থ হন। অবশেষে দলীয় ৬৮ রানে এরাসমুস ১৯ বল খেলে ২০ রান করে লাহিরু কুমারার বলে আউট হন। তিনি আউট হওয়ার পর এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন ক্রেইগ উইলিয়ামস। কিন্তু তাকেও বেশিক্ষণ আর ক্রিজে থাকতে দেননি হাসারাঙ্গা। দলীয় ৭৩ ও ব্যক্তিগত ২৯ (৩৬) রান করে বিদায় নেন উইলিয়ামস।
নামিবিয়া তাদের প্রথম চারটি উইকেট হারায় ৭৩ রানে। এরপর তাদের বাকি ছয়টি উইকেটের পতন ঘটে ২২ রানে। ফলে ১০০ রানও পার করতে পারেনি তারা।
দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডেভিড উইসি এবারের বিশ্বকাপে খেলছেন নামিবিয়ার হয়ে। তিনি ব্যাট হাতে ৭ বল খেলে ৬ রান করে আউট হয়ে যান। এরপর ব্যাট করতে নামা জেন ফ্রাইলিঙ্ক ২ (৪), নিকোল লফটি ৩ (৬), রুবেন ট্রাম্পেলমেন ১ (৩), পিকি ইয়া ফ্রান্স ১ (২) রান করেন। অপর ব্যাটসম্যান বার্নার্ড স্কোলজ ২ বল খেলে কোনো রান করার আগে রানআউট হয়ে সাজঘরে ফেরেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়