এ মাসের ১৫ দিনে ডেঙ্গু রোগী ছাড়ালো ৩ হাজার

আগের সংবাদ

ভস্মীভূত হিন্দুপল্লীজুড়ে আতঙ্ক : মূল হোতাসহ ৪৬ জন গ্রেপ্তার, থানায় দুই মামলার প্রস্তুতি, প্রতিবাদে রংপুরে বিক্ষোভ > সাম্প্রদায়িক হামলা

পরের সংবাদ

রাশিয়ার একাতেরিনবার্গে ভেজাল মদপানে মৃত্যু ১৮

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : রাশিয়ার একাতেরিনবার্গ শহরে মদের বিষক্রিয়ায় ১৮ জনের মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে দেশটির অনুসন্ধানী কমিটি।
গত শনিবারের ওই ঘটনায় মৃত ব্যক্তিরা মিথানলযুক্ত মদ পান করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। এই যৌগটি সাধারণত শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, উল্লেখিত তরলটি পান করায় ১৮ জনের মৃত্যু ঘটে।
গত সপ্তাহে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাজাখাস্তান সীমান্তবর্তী এলাকায় অননুমোদিতভাবে উৎপাদিত মদের বিষক্রিয়ায় ৩৪ জনের মৃত্যু ঘটে।
ওই ঘটনা নিয়ে তদন্ত চলার মধ্যেই নতুন করে একাতেরিনবার্গে এ ঘটনা ঘটল।
অনুসন্ধানী কমিটি জানিয়েছে, একাতেরিনবার্গ শহরের ঘটনাটি খতিয়ে দেখা গেছে, মৃত ব্যক্তিরা গত ৭-১৪ অক্টোবরের মধ্যে একদল ব্যক্তির কাছ থেকে ওই মদ কেনে। পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ওই দলের সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়