করোনা পরিস্থিতি : শনাক্ত কমলেও প্রাণহানি কিছুটা বেড়েছে

আগের সংবাদ

আতঙ্কিত চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা : বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাঙচুর

পরের সংবাদ

বিশ্বসেরা গবেষকের তালিকায় দেশের ২৯ শিক্ষক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বিশ্বসেরা গবেষকদের তালিকায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষকের নাম অন্তর্ভুক্ত হয়েছে। অ্যালপার ডগার (এডি) সায়েনটিফিক ইনডেক্সে প্রকাশিত তালিকায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ১২ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ জন শিক্ষক সেরা গবেষকের সম্মান অর্জন করেছেন। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন বরেণ্য গবেষকের মধ্যে বাংলাদেশের ১ হাজার ৭৯১ জন গবেষক তাদের গবেষণার জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
দিনাজপুর : হাবিপ্রবির ১২ বিশ্বসেরা গবেষক হলেন- ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মারুফ আহম্মেদ, জেনারেল এনিমেল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উম্মে সালমা, জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফফার মিয়া, বায়ো কেমিস্ট্রি এন্ড মলিকুলার বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুল হক, ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল ইসলাম, বায়ো কেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দু সাঈদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন সরকার, প্লান্ট প্যাথলোজি বিভাগের প্রফেসর ড. মো. মহিদুল ইসলাম, জেনিটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, একই বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান এবং ফিসারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফেরদৌস মেহেবুব।
গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণামূলক কর্মকাণ্ড পর্যালোচনা করে অ্যালপার ডগার বিশ্বসেরা গবেষকদের তালিকা প্রকাশ করেন। হাবিপ্রবির ১২ জন শিক্ষক বিশ্বসেরা সম্মানে ভূষিত হওয়ায় শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাদের অভিনন্দন জানিয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় : বিশ্বসেরা গবেষকদের তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৭ জন শিক্ষকও স্থান পেয়েছেন। তালিকায় স্থান পাওয়া ইবির শিক্ষকরা হলেন আতিকুর রহমান, এস এম মোস্তফা কামাল, এম মিজানুর রহমান, অশোক কুমার চক্রবর্তী, আবুহেনা মোস্তফা জামাল, জি এম আরিফুজ্জামান খান, এম ডি রেজওয়ানুল ইসলাম, জালাল উদ্দীন, মিনহাজ-উল-হক, দীপক কুমার পাল, মো. মনিরুজ্জামান, কে এম এ সুবহান, মো. হেলাল উদ্দিন, মো. ইব্রাহীম আবদুল্লাহ, মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া, আহসানুল হক ও এম মনজুরুল হক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়