তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন : পূর্ণ প্যানেলে জয়ী কাজিম-আয়েজ পরিষদ

আগের সংবাদ

যুদ্ধাপরাধ বিচারে স্থবিরতা ; বাকি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিতে সরকারের আগ্রহ নিয়ে সংশয়! ট্রাইব্যুনালেও জনবল সংকট

পরের সংবাদ

করোনা পরিস্থিতি : শনাক্ত কমলেও প্রাণহানি কিছুটা বেড়েছে

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শনাক্ত রোগীর সংখ্যা কমলেও একদিনের ব্যবধানে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪৩ জন। শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন সোমবার ১১ জনের মৃত্যু ও ৫৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২ দশমিক ৫৮ শতাংশ।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮২১টি পরীক্ষাগারে ২৩ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ৭০১ জন। দেশে এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৬৪ শতাংশ; সুস্থতার হার ৯৭ দশমিক ৫৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত ৯৯ লাখ ৯৮ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন। সুস্থ হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭১৩ জনের। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৭৬০ জন ও নারী ৯ হাজার ৯৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে, ১ জন বেসরকারি হাসপাতালে এবং বাড়িতে ১ জনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় ১০ বছরের কম বয়সি ১ জন, ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ১ জন, ষাটোর্ধ্ব ৫ জন, সত্তরোর্ধ্ব ২ জন আর আশির্ধ্বো ৩ জন। বিভাগ বিবেচনায় ঢাকা বিভাগের ৬ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন আর রংপুর বিভাগের ১ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়