বিজিএমইএ সভাপতি : বন্ধ মিল চালু হলে ফেব্রিক্সের চাহিদা মেটানো সম্ভব

আগের সংবাদ

খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ : সরকারি হিসাব মতে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তবুও চালসহ খাদ্যপণ্য আমদানি করতে হয়

পরের সংবাদ

১৫ অক্টোবর থেকে ফের ট্যুরিস্ট ভিসা দেবে ভারত

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আগামী ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। রাজ্য সরকার এবং পর্যটন শিল্পের অংশীজনদের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল বৃহস্পতিবার ভারত সরকার জানায়, ১৫ অক্টোবর থেকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে সে দেশে প্রবেশকারী বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেয়া শুরু করবে। পাশাাপশি আগামী ১৫ নভেম্বর থেকে চার্টার্ড ফ্লাইটের বাইরে অন্য ফ্লাইটে আসা বিদেশি পর্যটকদেরও সে দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে।
এ বিষয়ক এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ অক্টোবর থেকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ভারতে আগত বিদেশিদের জন্য নতুন ট্যুরিস্ট ভিসা দেয়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে। চার্টার্ড ফ্লাইট ছাড়া অন্যান্য ফ্লাইটে আসা পর্যটকরা নতুন ভিসার আওতায় আগামী ১৫ নভেম্বর থেকে ভারতে আসতে পারবেন। সরকার বলেছে, রাজ্য সরকার এবং পর্যটন শিল্পের অংশীজনদের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যটন শিল্পের অংশীজনরাই বিদেশি ভ্রমণকারীদের পর্যটন ভিসা দেয়ার জন্য তাগিদ দেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গেও আলোচনা করে। এসব রাজ্যেও অর্থনীতি পর্যটকদের ওপর নির্ভরশীল। নতুন ভিসা দেয়ার সিদ্ধান্তে রাজ্যে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি ঘটবে বলে আশা করছেন তারা।
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গেও আলাপ করে সরকার। এক্ষেত্রে বিদেশি পর্যটক, বিমান পরিবহন সংস্থা এবং অন্যান্য অংশীজনরা যাতে কোভিড স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করে, সেটি নিশ্চিত করার আহ্বান জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়