ম্যান ইউতে ফিরলেন রোনালদো

আগের সংবাদ

চেনা উইকেটে অচেনা নিউজিল্যান্ড

পরের সংবাদ

বাংলাদেশ-ভারত বিমান চলাচল ৩ সেপ্টেম্বর থেকে

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এয়ার বাবলের আওতায় ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ আগামী ৩ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে বলে গতকাল শনিবার জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন মন্ত্রণালয়। পরে ঢাকার ভারতীয় দূতাবাসও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে বিমানযোগ শুরু হওয়ার খবর জানিয়েছে। তবে ট্যুরিস্ট ভিসা এখনই চালু হবে না। শুধু চিকিৎসা, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য চালু থাকবে ফ্লাইটগুলো।
ভারতের দেয়া চিঠিতে সপ্তাহে ৭টি ফ্লাইট চালুর কথা বলেছে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এয়ার বাবলের আওতায় ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুর কথা জানিয়েছিলেন। তবে ২০ আগস্ট থেকে ফ্লাইট চালু না হলে ২২ আগস্ট থেকে ফ্লাইট চালুর বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেছিল। তবে শেষ পর্যন্ত আর ফ্লাইট চালু হয়নি।
ভারতের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চালু রয়েছে। করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।
শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানকে পাঠানো চিঠিতে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চালুর কথা জানায় ভারত সরকার। ভারত জানিয়েছে, এবার ফ্লাইট চালু হলে কোয়ারেন্টাইন থাকবে না। ভ্যাকসিন গ্রহণও বাধ্যতামূলক নয়। ভারত তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এদের মধ্যে স্পাইস জেট ৩টি, ইন্ডিগো ২টি ও এয়ার ইন্ডিয়া ২টি ফ্লাইট পরিচালনা করবে। বাংলাদেশ থেকে ভারতে প্রথম ফ্লাইট যাবে ইউএস বাংলার বিমান।
বেবিচক গত ১৬ আগস্টের এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, এয়ার বাবলের আওতায় সব ধরনের ফ্লাইট (যে কোনো দেশে) স্থগিত রাখা হয়েছে। স্থগিতাদেশ তুলে ফেললে তা সবাইকে জানিয়ে দেয়া হবে। বেবিচক আরো জানিয়েছিল, আগস্টের তৃতীয় সপ্তাহ থেকেই ভারতে ফ্লাইট চালুর প্রস্তুতি নেয়া হয়েছিল। তবে ভারত চূড়ান্ত অনুমতির বিষয়ে কিছুই জানায়নি। তারা জানালে ফ্লাইট চালুর পরবর্তী প্রক্রিয়া নেয়া হবে। এর আগে ২২ আগস্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ২৬ আগস্ট থেকে স্পাইস জেট ও ২৭ আগস্ট থেকে ইন্ডিগো ফ্লাইট চালুর ঘোষণা দেয়। তবে পরে তারা ফ্লাইট চালুর সিদ্ধান্ত থেকে সরে আসে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এ বছরের এপ্রিল মাসে দুই দেশের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়