কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

আগের সংবাদ

শাড়িতেই এবার পকেট

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি : জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক ওরফে রকিব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ ও র‌্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে রাজশাহী মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য জানান। প্রেস ব্রিফিং জানানো হয়, ২০০৯ সালের ২৫ জুলাই বিকাল ৪টার দিকে এলাকার হাতির সাকো পুলের নিচে তৎকালীন কয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামিল হাসান বাচ্চুকে মানিকসহ কয়েকজন প্রথমে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহত বাচ্চুর ভাই জিয়াউল হাসান স্বপন বাদী হয়ে ২০০৯ সালের ২৬ জুলাই কুষ্টিয়া কুমারখালী থানায় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে মামলার বিচার শেষে গ্রেপ্তারকৃত আসামি মানিকসহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। ওই মামলায় গ্রেপ্তারকৃত মানিক যাবজ্জীবন দণ্ডাদেশ নিয়ে আত্মগোপনে ছিল।

খাদ্যসামগ্রী বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহদাতবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে কাপাসিয়া উপজেলার ৭৫ জন গরিব ও হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক। স্বাস্থ্যবিধি মেনে কাপাসিয়ার আড়াল ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর জেলা শাখার সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান। জনতা ব্যাংক গাজীপুর জেলা করপোরেট শাখার জিএম মো. কামরুজ্জামান খান শাহজাহানের সভাপতিত্বে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদারের পরিচালনায় ব্যাংকের জেলা করপোরেট শাখার ম্যানেজার আরিফ হোসেন, প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসান, শিক্ষক সিরাজ উদ্দিন, ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফুটবল প্রশিক্ষণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সবাই মিলে মাঠে চলি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বোদা পাইলট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বোদা ফুটবল একাদশের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর মেয়র এডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা। বোদা ফুটবল একাদশের সভাপতি মোবারক ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী, বোদা সরকারি পাথরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর ইসলাম।

বৃক্ষরোপণ কর্মসূচি
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরী এবং সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে অন?্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি আব্দুল মন্নান, এডভোকেট নজরুল ইসলাম সেন্টু, আ ন ম হাসান চৌধুরী, আব্দুল আলীম, এডভোকেট আরিফুজ্জামান, এডভোকেট ফোরকানউদ্দিন খোকন, আবু সাঈদ মুন্না, মুলকুতুর রহমান মনির, জাহিদুল ইসলাম জাহি, ছৈয়দাবাদ সবুজ সংঘের সভাপতি আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক আহমদর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কমর উদ্দিন আব্দুর রহমান, আনু সওদাগর প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়