ডুপ্লেক্স বাসায় অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

আগের সংবাদ

খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ : লকডাউনে কাজ করলে এখন ভোগান্তি হতো না > জমানো পানিতে বাড়ছে এডিস মশা

পরের সংবাদ

৪৭ রোহিঙ্গা আটক : আশ্রয়শিবির ছেড়ে লেবু বাগানে কাজ

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : জেলার বোয়ালখালীতে অভিযান চালিয়ে আরো ৭৪ জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার করলডেঙ্গা এলাকার একাধিক ভাড়া ঘর থেকে তাদের আটক করে পুলিশ।
বোয়ালখালী থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, সোমবার ৭৪ জন রোহিঙ্গাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার পাহাড়ে লেবু বাগানের মালিকরা দীর্ঘদিন ধরে স্বল্প মজুরিতে এ রোহিঙ্গাদের দিয়ে শ্রমিকের কাজ করিয়ে আসছেন। তাদের বসবাসের জন্য পাহাড়ের পাদদেশে ঘর তৈরি করে দেয়ার পাশাপাশি সমতলেও বিভিন্ন ভাড়া ঘরের ব্যবস্থা করে দেন বাগান মালিকরা।
বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালী উপজেলার পাহাড়ে লেবু বাগানে ও এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিল এবং বসবাসের খবর পেয়ে অভিযান চালিয়ে করলডেঙ্গা ইউনিয়ন থেকে ৭৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আটককৃত ৭৪ রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতাসহ মোট ৮৩ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আটককৃত রোহিঙ্গাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়