ডুপ্লেক্স বাসায় অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

আগের সংবাদ

খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ : লকডাউনে কাজ করলে এখন ভোগান্তি হতো না > জমানো পানিতে বাড়ছে এডিস মশা

পরের সংবাদ

ডা. শাহ মুনীর হোসেন : বিধিনিষেধ আরোপ ও টিকার সুফল

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. শাহ মুনীর হোসেন বলেছেন, লকডাউন ও বিধিনিষেধের প্রভাবে সংক্রমণের হার এখন কমছে। কারণ তখন গণপরিবহন, বিনোদনকেন্দ্র, শপিংমলগুলো বন্ধ ছিলো। ফলে জনসমাগম অনেকটাই কম হয়েছে। তবে আমরা যদি ওই সময় নির্দেশনাগুলো সঠিকভাবে মানতাম তাহলে এর সুফল আরো বেশি পেতাম। দেশে করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রমও চলমান। এর সুফলও আমরা পাচ্ছি। আর তাই সংক্রমণ এখন কমছে। গতকাল সোমবার ভোরের কাগজকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি বিষয় ভুলে গেলে চলবে না, করোনা সংক্রমণের উপর আমাদের বর্তমান আচরণের প্রভাব পড়তে আরো কিছুটা সময় লাগবে। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর প্রাকৃতিকভাবেই ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে কমবে এটাই স্বাভাবিক। তবে আমাদের স্বাস্থ্যবিধি মানতেই হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়