ডুপ্লেক্স বাসায় অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

আগের সংবাদ

খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ : লকডাউনে কাজ করলে এখন ভোগান্তি হতো না > জমানো পানিতে বাড়ছে এডিস মশা

পরের সংবাদ

ডা. এ বি এম আবদুল্লাহ : আত্মতুষ্টির কোনো সুযোগ এখানে নেই

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি সদস্য অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, করোনায় শনাক্ত রোগী এবং মৃতের সংখ্যা কম হলেও এ নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। সংক্রমণের হার ৭ থেকে ৫ শতাংশে না নামা পর্যন্ত স্বস্তি নেই। আমাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। টিকা নেয়ার সুযোগ যাদের হবে তাদের অবশ্যই টিকা নিতে হবে। গতকাল সোমবার ভোরের কাগজকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নদীতে যখন ঢেউ আসে তখন তা উঠানামা করে। করোনার ক্ষেত্রেও যে ঢেউয়ের কথা বলা হচ্ছে সেটিও উঠানামা করে। তাই শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা কখনো বাড়ছে, কখনো কমছে। এখন সংক্রমণের হার কমতির দিকে। তিন কারণে এখন সংক্রমণ কমছে। প্রথমত; লকডাউন ও বিধি নিষেধের প্রভাব, দ্বিতীয়ত; টিকা কার্যক্রম চলমান এবং তৃতীয়ত; কিছু ক্ষেত্রে প্রাকৃতিক প্রতিরোধ তৈরি হয়েছে। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়