সিরিজ বোমা হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

আগের সংবাদ

ঝুঁকিতে উদারপন্থি ও নারীরা : শরিয়া আইনে দেশ চালানোর ঘোষণা তালেবান প্রশাসনের, তালেবানবিরোধী বিক্ষোভ বিভিন্ন শহরে

পরের সংবাদ

রাজশাহীতে হাজার পরিবারে পিএমকের খাদ্য সহায়তা

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)। গত মঙ্গলবার সকাল ১০টায় নগরীর উপশহর এলাকায় এ খাদ্য সহায়তা প্রদান করে সংস্থাটি। খাদ্যসামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও দুই কেজি করে মসুর ডাল এবং স্বাস্থ্য সচেতনতায় ৪টি করে মাস্ক প্রদান করা হয়। পিএমকের পরিচালক (প্রোগ্রাম) মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী অসহায়দের হাতে তুলে দেন। এ সময় সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক আখতার আলী, রাজশাহী কার্যালয়ের উপপরিচালক জয়দেব কুমার শীল, সহকারী প্রোগ্রাম ম্যানেজার হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়