সিরিজ বোমা হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

আগের সংবাদ

ঝুঁকিতে উদারপন্থি ও নারীরা : শরিয়া আইনে দেশ চালানোর ঘোষণা তালেবান প্রশাসনের, তালেবানবিরোধী বিক্ষোভ বিভিন্ন শহরে

পরের সংবাদ

ক্ষতিপূরণ পাচ্ছে বসুন্ধরা

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপ খেলতে গত ৯ মে মালদ্বীপ যাওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের। কিন্তু বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কয়েক ঘণ্টা আগে প্রতিযোগিতা স্থগিতের খবর পায় অস্কার ব্রুজনের শিষ্যরা। এর আগেই ফ্লাইট ও হোটেল ভাড়ার জন্য যাবতীয় কাজ সম্পন্ন করেছিল বসুন্ধরা কিংস। সেই সময় খেলা না হওয়ায় বিমান টিকেট ও হোটেল বুকিংয়ে অনেক টাকা খরচ হয়েছিল দলটির। তাই ক্লাবটি এএফসির কাছে কড়া ভাষায় চিঠি দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন দাবি করার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি জানিয়েছিল। খুশির খবর হলো, সেই চিঠির তিন মাস পর অবশেষে বিষয়টির সুরাহা করেছে এএফসি। বসুন্ধরা কিংসের বিমান ভাড়া, হোটেল খরচসহ আনুষঙ্গিক যেসব খরচ হয়েছে, সেগুলো বাবদ এএফসি তাদের দিচ্ছে ৫৭ হাজার ১৫৭ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ লাখ ৪৫ হাজার টাকা)। ১৬ আগস্ট এএফসির সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ক্ষতিপূরণের বিষয়ে বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান বলেছেন, আমরা নিয়মমাফিক ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছিলাম। হিসাবনিকাশ শেষে ৫৭ হাজার ডলার ক্ষতিপূরণ দিচ্ছে এএফসি। তাদের সিদ্ধান্তে আমরা খুশি।
এছাড়া কয়েক মাস আগে এএফসি বসুন্ধরার কাছে তাদের মালদ্বীপ সফরের খরচের বিষয়াদি জানতে চেয়েছিল। সেখানকার হোটেলের ভাড়ার খরচ এবং বিমান টিকেটের ভাউচার এরপর এএফসিকে দেয় বসুন্ধরা কিংস।
মালদ্বীপের ওই টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর ফের এএফসি জুনে খেলার নতুন সূচি দিয়েছিল। তবে সেই সূচিও বদল হয়েছিল। এবার নতুন করে সূচি ঘোষণার পর এএফসি কাপ খেলতে ১২ আগস্ট মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকা ছাড়েন অস্কার ব্রুজনের শিষ্যরা। করোনাকালে ফ্লাইট স্বল্পতার জন্য তাদের দোহা হয়ে ঘুরে মালে যেতে হয় তাদের। এবার ডি গ্রুপে তিনটি ম্যাচ খেলবে বসুন্ধরা। গতকাল বাংলাদেশ সময় রাত ১০টায় মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে বসুন্ধরার এবারের এএফসি মিশন শুরু করেছে। এরপর প্লে-অফে জয়ী দলের সঙ্গে ২১ ও ২৪ আগস্ট মোহনবাগানের বিপক্ষে খেলবেন অস্কার ব্রুজনের শিষ্যরা। তবে এএফসি টুর্নামেন্টে খেলতে বসুন্ধরার দুই ফরোয়ার্ড মতিন মিয়া ও তৌহিদুল আলম সবুজের সঙ্গে ডিফেন্ডার রিমন হোসেন মালদ্বীপ যেতে পারেননি।
রিমনের ইনজুরি, সবুজ করোনা পজিটিভ ও মতিনের পাসপোর্ট সমস্যা রয়েছে।
এদিকে বসুন্ধরা কিংস গত তিন বছর দেশের মাটিতে অনেক ম্যাচ খেললেও দেশের বাইরে খেলেনি। মালদ্বীপের ক্লাবকে আমন্ত্রণ জানিয়ে নীলফামারীতে ম্যাচ খেলেছিল। গত বছর এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ঢাকায় ৫-১ গোলে হারালেও ফিরতি লেগ খেলার আগেই করোনায় টুর্নামেন্ট স্থগিত হয়। এখন দেখার বিষয় এএফসি কাপ টুর্নামেন্টে কেমন লড়াই করেন অস্কার ব্রুজনের শিষ্যরা।
এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ফের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিজেদের করে নেয় অস্কার ব্রুজেনের শিষ্যরা। বাংলাদেশ পেশাদার লিগে তৃতীয় দল হিসেবে একের অধিক চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বসুন্ধরা কিংস। ১৩ আসরের মধ্যে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, শেখ জামাল তিনবার, তৃতীয় সর্বোচ্চ বসুন্ধরা কিংস দুবার, একবার শেখ রাসেল ক্রীড়া চক্র আরেকবার পরিত্যক্ত হয়।
২০১৮-১৯ মৌসুমে ঘরোয়া ফুটবলের শীর্ষ পর্যায়ে প্রথমবার এসেই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। গত বছর করোনার জন্য লিগ পরিত্যক্ত হয়। চলতি বছর তারা লিগের শিরোপা নিজেদের কাছেই রাখল। ২০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস শিরোপা নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়