অশ্রুডানায় সূর্য খোঁজার পালা

আগের সংবাদ

শূন্য অর্থনীতি থেকে উন্নয়নের রোল মডেল

পরের সংবাদ

ফায়জুর রহমান আর নেই

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী ঢাকা আবাহিনী ক্লাব ক্রিকেটের নিবেদিতপ্রাণ সংগঠক আহমেদ ফায়জুর রহমান আর নেই। কিডনি বিকল হয়ে গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। ফায়জুরের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফায়জুর। হাসপাতালে থাকা অবস্থায়ই তার করোনা পজেটিভও হয়েছিল। তবে এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার পর নানা জটিল রোগে ভুগছিলেন এই ক্রীড়া সংগঠক। গত মাসে একবার লাইফ সাপোর্টেও ছিলেন। সেখান থেকে ফিরে চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন পৃথিবী ছেড়ে। ক্রীড়াঙ্গনে খুবই পরিচিত মুখ ছিলেন ফায়জুর। বিশেষ করে আবাহনী ক্লাব ও ক্রিকেট অঙ্গনে ছিল তার সরব পদচারণা। আবাহনী ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই এখানে জড়িত ছিলেন ফায়জুর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আবাহনীর শীর্ষ কর্তা এবং সাবেক ক্রিকেটার ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ঢাকা আবাহনী ক্লাবের ক্রিকেটে তার অনেক অবদান রয়েছে। আমরা এত অল্প সময়ে ফায়জুর ভাইকে হারাতে হবে- ভাবতেই খারাপ লাগছে। ক্রীড়াঙ্গন এবং আমাদের আবাহনী ক্লাব তাকে সব সময় স্মরণ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়